Apan Desh | আপন দেশ

জামিন নেয়ার শর্তে পরিবারের জিম্মায় মুন্নী সাহা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ০৮:৫৮, ১ ডিসেম্বর ২০২৪

আপডেট: ১০:৫২, ১ ডিসেম্বর ২০২৪

জামিন নেয়ার শর্তে পরিবারের জিম্মায় মুন্নী সাহা

সাংবাদিক মুন্নী সাহা

অসুস্থতা বিবেচনায় এবং আদালত থেকে জামিন নেয়ার শর্তে মুন্নী সাহাকে পরিবারের জিম্মায় ছেড়ে দিয়েছে পুলিশ। তার বিরুদ্ধে থাকা মামলার প্রেক্ষিতে ফৌজদারী কার্যবিধির ৪৯৭ ধারা অনুযায়ী এ সাংবাদিককে ছেড়ে দেয়া হয়। 

শনিবার (৩০ নভেম্বর) দিবাগত রাতে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) প্রধান রেজাউল করিম মল্লিক বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, মুন্নী সাহাকে ডিবি কার্যালয়ে আনা হয়েছিল। তবে তাকে গ্রেফতারের কোনো সিদ্ধান্ত হয়নি। একদল লোক পথরোধ করে ঘিরে দাঁড়ানোর পর তাকে উদ্ধার করেছিল পুলিশ। জনতার তোপের মুখে প্যানিক অ্যাটাকে অসুস্থ হয়ে পড়াসহ সার্বিক দিক বিবেচনায় ৪৯৭ ধারায় পরিবারের জিম্মায় মুন্নী সাহাকে ছেড়ে দেয়া হয়েছে।

এর আগে শনিবার  রাত সাড়ে ৯ টার দিকে রাজধানীর কাওরান বাজারে আইসিটি বিভাগের ‘ভিশন-২০২১ টাওয়ার’ (সাবেক জনতা টাওয়ার) থেকে বের হওয়ার সময় তাকে ঘিরে ধরে স্থানীয় জনতা। খবর পেয়ে পুলিশ এসে মুন্নী সাহাকে উদ্ধার করে তেজগাঁও থানায় নিয়ে যায়। এরপর মুন্নী সাহার বিরুদ্ধে চারটি মামলার তথ্য দিয়ে তাকে মিন্টো রোডে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা কার্যালয়ে নেয়ার কথা জানান তেজগাঁও থানার ওসি মোবারক হোসেন।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মধ্যে যাত্রাবাড়ীতে গুলিতে নাঈম হাওলাদার (১৭) নামে এক শিক্ষার্থী নিহতের ঘটনায় তার বাবা মো. কামরুল ইসলামের করা মামলায় শেখ হাসিনা ও তার সরকারের একাধিক মন্ত্রী-এমপি, আওয়ামী লীগ, যুবলীগ নেতাদের আসামি করা হয়েছে। ওই মামলায় এটিএন নিউজের সাবেক বার্তা প্রধান মুন্নী সাহাসহ সাত সাংবাদিককেও আসামি করা হয়।

অন্যরা হলেন- একাত্তর টিভির ব্যবস্থাপনা পরিচালক মোজাম্মেল বাবু, একাত্তর টিভির সাবেক বার্তা প্রধান সৈয়দ ইশতিয়াক রেজা, সময় টিভির ব্যবস্থাপনা পরিচালক ও সিইও আহমেদ জোবায়ের, একাত্তর টিভির প্রিন্সিপাল করেসপনডেন্ট ফারজানা রুপা, একাত্তর টিভির চাকরিচ্যুত হেড অব নিউজ শাকিল আহমেদ ও সাবেক প্রধানমন্ত্রীর প্রেস সচিব নাঈমুল ইসলাম খান।

ছাত্র জনতার বিপ্লবে সরকার পতনের পর মুন্নীর বিরুদ্ধে মামলা ছাড়াও গত ৬ অক্টোবর তার সব ধরনের ব্যাংক হিসাবের তথ্য চায় বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টিলিজেন্স ইউনিট (বিএফআইইউ)। সংস্থাটির চিঠিতে তার আমানত, ঋণ, ক্রেডিট কার্ড, ফরেন ট্রেড, এক্সচেঞ্জ, লকার ও অফশোর ব্যাংকিংয়ের তথ্য চাওয়া হয়।

জাতীয় পত্রিকা দৈনিক আজকের কাগজের মাধ্যমে সাংবাদিকতা শুরু করেছিলেন মুন্নী সাহা। কাজ করেন ভোরের কাগজেও। ১৯৯৯ সালে একুশে টিভির প্রতিবেদক হন। ২০০৩ সালে এটিএন বাংলার বিশেষ প্রতিবেদক ও ২০১০ সাল থেকে এটিএন নিউজের প্রধান সংবাদদাতা হিসেবে কাজ করেন।

এরপর ২০১৬ সালে এটিএন নিউজের প্রধান নির্বাহী সম্পাদক হন। পরে মালিকপক্ষের সঙ্গে বিরোধের জেরে ২০২৩ সালের মে মাসে এটিএন নিউজ থেকে পদত্যাগ করেন। পরে ‘এক টাকার খবর’ নামের নতুন একটি প্ল্যাটফর্মের সঙ্গে যুক্ত হন তিনি।

আপন দেশ/জেডআই

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়