Apan Desh | আপন দেশ

অটোরিকশা বন্ধে হাইকোর্টের আদেশের বিরুদ্ধে আপিল করবে রাষ্ট্রপক্ষ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৪:৩১, ২৪ নভেম্বর ২০২৪

অটোরিকশা বন্ধে হাইকোর্টের আদেশের বিরুদ্ধে আপিল করবে রাষ্ট্রপক্ষ

ফাইল ছবি

ঢাকা মহানগর এলাকায় ব্যাটারিচালিত অটোরিকশা চলাচল বন্ধ হাইকোর্টের আদেশের বিরুদ্ধে আপিল করার সিদ্ধান্ত নিয়েছে রাষ্ট্রপক্ষ। 

রোববার (২৪ নভেম্বর) ডেপুটি অ্যাটর্নি জেনারেল নূর মুহাম্মদ আজমী এ তথ্য জানান।

তিনি বলেন, হাকোর্টের এ রায়ের বিরুদ্ধে আপিল করার সিদ্ধান্ত নিয়েছে রাষ্ট্রপক্ষ। আপিল আবেদনের প্রস্তুতি চলছে।

এদিকে, রোববার সকাল থেকে ব্যাটারিচালিত অটোরিকশা চালু রাখার দাবিতে রাজধানীর সাইন্সল্যাব, ধানমন্ডি, মোহাম্মদপুরের বসিলা ও শাহবাগে বিক্ষোভ করছেন চালকরা। এতে ওই এলাকাগুলোতে যান চলাচল ব্যাহত হচ্ছে। এতে ভোগান্তিতে পড়েছেন অনেক মানুষ। অনেককে পায়ে হেটে গন্তব্যের উদ্দেশ্যে রওনা দিতে দেখা যায়।

হাইকোর্টের দেয়া রায়কে কেন্দ্র করে গত কয়েকদিন ধরেই আন্দোলন করছেন চালকরা। তাদের দাবি, সড়কে অটোরিকশা চলতে দিতে হবে।

উল্লেখ্য, গত ১৯ নভেম্বর তিনদিনের মধ্যে রাজধানীর সড়কে ব্যাটারিচালিত অটোরিকশার চলাচল বন্ধের নির্দেশ দেন হাইকোর্ট। পাশাপাশি অটোরিকশা বন্ধে কর্তৃপক্ষের নিষ্ক্রিয়তা কেন আইনগত কর্তৃত্ববহির্ভূত ঘোষণা করা হবে না তা জানতে রুলও জারি করেন হাইকোর্ট।

আপন দেশ/কেএইচ

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়