ডোনাল্ড ট্রাম্প। ছবি : সংগৃহীত
ইরানের সঙ্গে বৈঠকের প্রস্তুতি চলছে বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেছেন, ‘সামরিক অভিযানের হুমকি এবং ইরানে চলমান ব্যাপক সরকারবিরোধী বিক্ষোভের প্রেক্ষাপটে দেশটির নেতৃত্ব আলোচনার আগ্রহ প্রকাশ করেছে।
রোববার (১১ জানুয়ারি) তিনি এসব কথা বলেন।
সোমবার (১২ জানুয়ারি) পৃথক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ডন ও দ্য হিন্দু।
এয়ার ফোর্স ওয়ানে সাংবাদিকদের ট্রাম্প বলেন, ‘ইরানের নেতারা আমাকে ফোন করেছেন। তারা আলোচনায় বসতে চান। একটি বৈঠকের প্রস্তুতিও চলছে… তারা আলোচনা করতে আগ্রহী।’
সতর্ক করে মার্কিন প্রেসিডেন্ট বলেন, ‘বৈঠকের আগেই আমাদের হয়তো পদক্ষেপ নিতে হতে পারে।’
আরও পড়ুন : ভয়াবহ পরিণতির হুঁশিয়ারি উনের বোনের
ট্রাম্পের এই মন্তব্যে ইরান-যুক্তরাষ্ট্র সম্পর্কের ভবিষ্যৎ নিয়ে নতুন করে কৌতূহল তৈরি হয়েছে, বিশেষ করে যখন তেহরানে সরকারবিরোধী আন্দোলন আরও তীব্র হয়ে উঠছে।
আপন দেশ/এনএম
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।




































