ছবি : সংগৃহীত
পিয়ংইয়ংয়ের আকাশে ড্রোন অনুপ্রবেশের ঘটনায় তীব্র হুঁশিয়ারি দিয়েছেন উত্তর কোরিয়ার শীর্ষ নেতা কিম জং উনের প্রভাবশালী বোন কিম ইয়ো জং। সিউলের কাছে এ ঘটনার বিস্তারিত ব্যাখ্যা চেয়েছেন তিনি।
কিম ইয়ো জং বলেন, ‘দক্ষিণ কোরিয়া থেকে আসা ড্রোনগুলো উত্তর কোরিয়ার আকাশসীমা স্পষ্টভাবে লঙ্ঘন করেছে।’
দক্ষিণ কোরিয়ার প্রতিরক্ষামন্ত্রী আন গিউ-বেক এই ঘটনার সঙ্গে তাদের সামরিক বাহিনীর সম্পৃক্ততার অভিযোগ অস্বীকার করার পর কিমের পক্ষ থেকে এই প্রতিক্রিয়া এলো।
উত্তর কোরিয়ার কেন্দ্রীয় সংবাদ সংস্থা কেসিএনএ-তে প্রকাশিত এক বিবৃতিতে কিম ইয়ো জং বলেন, ‘দক্ষিণ কোরিয়ার সামরিক বাহিনী আনুষ্ঠানিকভাবে এই উসকানির দায় অস্বীকার করার মাধ্যমে একটি বুদ্ধিদীপ্ত সিদ্ধান্ত নিয়েছে। তবে কেবল অস্বীকার করলেই চলবে না, দক্ষিণ সীমান্ত অতিক্রম করে কীভাবে একটি ড্রোন উত্তর কোরিয়ার প্রজাতন্ত্রে প্রবেশ করল তার প্রকৃত কারণ ব্যাখ্যা করতে হবে।’
কিম দাবি করেন, উদ্ধারকৃত ড্রোন থেকে পাওয়া ফুটেজে একটি ইউরেনিয়াম খনি, বর্তমানে বন্ধ থাকা কায়সং যৌথ শিল্পাঞ্চল এবং উত্তর কোরিয়ার সীমান্তরক্ষী বাহিনীর স্থাপনার দৃশ্য পাওয়া গেছে।
আরও পড়ুন : স্বর্ণ-রুপার আজকের বাজারদর জেনে নিন
কিম ইয়ো জং হুঁশিয়ারি দিয়ে বলেন,‘ভবিষ্যতে যদি দক্ষিণ কোরিয়া পুনরায় এ ধরনের উসকানিমূলক পদক্ষেপ নেয়, তবে তাদের ভয়াবহ পরিণতি ভোগ করতে হবে।’
আপন দেশ/এনএম
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।




































