Apan Desh | আপন দেশ

মেক্সিকোতে বৃষ্টি-বন্যা-ভূমিধসে নিহত বেড়ে ৪৪

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ০৯:৫৮, ১৩ অক্টোবর ২০২৫

আপডেট: ১২:৪৬, ১৩ অক্টোবর ২০২৫

মেক্সিকোতে বৃষ্টি-বন্যা-ভূমিধসে নিহত বেড়ে ৪৪

ছবি: সংগৃহীত

মেক্সিকোর দক্ষিণ-পূর্ব ও মধ্যাঞ্চলে টানা বৃষ্টিপাতের ফলে সৃষ্ট বন্যা ও ভূমিধসে মৃতের সংখ্যা বেড়ে ৪৪ জনে দাঁড়িয়েছে। দুর্গত এলাকা থেকে হাজার হাজার মানুষকে উদ্ধারে কাজ করছে সেনাবাহিনী। এখনো নিখোঁজ রয়েছেন অন্তত ২৭ জন। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। এ ছাড়া অবকাঠামোগত ব্যপক ধ্বংস ও ক্ষয়ক্ষতির হয়েছে গেছে।

স্থানীয় সময় রোববার (১২ আক্টোবর) দেশটির কেন্দ্রীয় দুর্যোগ মোকাবিলা দফতরের বরাতে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

মেক্সিকোর সিভিল ডিফেন্স কর্তৃপক্ষ ৩২টি রাজ্যের মধ্যে ৩১টিতে তীব্র বৃষ্টিপাতের খবর দিয়েছে, যার ফলে নদী উপচে পড়েছে, পুরো গ্রাম প্লাবিত হয়েছে, ভূমিধসের সৃষ্টি হয়েছে এবং রাস্তাঘাট ও সেতু ভেঙে পড়েছে।

আরও পড়ুন<<>>গাজায় শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে আজ মিসরে বসছেন বিশ্বনেতারা

বিবৃতির তথ্য অনুযায়, ঝড়-বৃষ্টি ও ভূমিধসে মেক্সিকোর ৫টি রাজ্যের মধ্যে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে ভেরাক্রুজ। এ রাজ্যের বিভিন্ন এলাকা থেকে ১৮ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এছাড়া ১৬ জন নিহত হয়েছেন হিদালাগো রাজ্যে; পুয়েবলা ও কুয়েরেতারো রাজ্য থেকে উদ্ধার করা হয়েছে যথাক্রমে ৯ জন এবং ১ জনের মরদেহ।

মেক্সিকোর প্রেসিডেন্ট ক্লডিয়া শিনবাম সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে পোস্ট করা এক বার্তায় বলেছেন, রাজ্য ও কেন্দ্রীয় সরকারের সমন্বয়ে দেশজুড়ে উদ্ধার ও ত্রাণ তৎপরতা শুরু করেছে। ক্ষতিগ্রস্ত সবাইকে সহায়তা করা হবে। কেউ বাদ যাবে না।

৯ অক্টোবরের পর থেকে ঝড় ও বৃষ্টির তেজ কমতে থাকে। এ সময় উদ্ধার অভিযানে নামে জাতীয় দুর্যোগ মোকাবিলা দফতর ও সেনাবাহিনী। দুর্যোগ মোকাবিলা দফতরের বিবৃতিতে বলা হয়েছে, প্রবল বৃষ্টির জেরে দেশের বিভিন্ন জায়গায় ভূমিধস হয়েছে। ঝড়ো হাওয়ায় অনেক এলাকায় গাছ ও বৈদ্যুতিক খুঁটি উপড়ে বাড়িঘরের ওপর পড়েছে। ফলে নিহতের সংখ্যা আরও বাড়তে পারে।

আপন দেশ/জেডআই

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়