Apan Desh | আপন দেশ

গাজায় শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে আজ মিসরে বসছেন বিশ্বনেতারা

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ০৯:২৬, ১৩ অক্টোবর ২০২৫

গাজায় শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে আজ মিসরে বসছেন বিশ্বনেতারা

ছবি: সংগৃহীত

ফিলিস্তিনের গাজা উপত্যকায় যুদ্ধবিরতি ইস্যুতে মিসরে ঐতিহাসিক আন্তর্জাতিক শান্তি সম্মেলন হতে যাচ্ছে। সোমবার (১৩ অক্টোবর) মিসরের পর্যটন শহর শারম আল শেখে বসবে এ সম্মেলনে। এতে যোগ দেবেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পসহ ২০টির বেশি দেশের নেতারা সেখানে জড়ো হচ্ছেন। তবে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস কিংবা ইসরায়েল সরকারের কোনো প্রতিনিধি সম্মেলনে থাকছেন না।

এরই মাঝে মিসরের উদ্দেশে রওয়ানা দিয়েছেন ট্রাম্প। শার্ম আল শেখ-এ পৌঁছেছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী কেইর স্টারমার। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও মিসরের প্রেসিডেন্ট আব্দেল ফাত্তাহ আল সিসি’র সভাপতিত্বে আয়োজিত হবে সম্মেলন।

এতে আরও অংশ নেবেন জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস, ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস, ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাকরন, ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি, স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ-এর মতো প্রভাবশালী নেতারা।

আরও পড়ুন<<>>আফগানিস্তানের ২০০ জনের বেশি সৈন্য নিহত

ধারণা করা হচ্ছে, গাজায় স্থায়ীভাবে যুদ্ধ বন্ধে কার্যকর ঘোষণাপত্র আসতে পারে এ সম্মেলনে। যুদ্ধবিরতির মূল শর্ত অনুযায়ী, হামাস এবং ইসরায়েল যুদ্ধবিরতির মধ্যে বন্দিবিনিময়ে তোড়জোড় শুরু করেছে। রোববার (১২ অক্টোবর) নেতানিয়াহু নিশ্চিত করেছেন যে, তারা ইসরায়েলি জিম্মিদের ফেরত নিতে প্রস্তুত। তার মুখপাত্র শোশ বেদরোসিয়ান জানান, সোমবার ভোরে হামাস ইসরায়েলি জিম্মিদের মুক্তি দেয়া শুরু করবে। জীবিতদের রেডক্রসের মাধ্যমে ইসরায়েলের রেইম সেনাঘাঁটিতে এবং মৃতদেহগুলো ইসরায়েলের পতাকাযুক্ত কফিনে করে ফেরত আনা হবে।

উল্লেখ্য, গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, দুই বছরের যুদ্ধে গাজায় ৬৭ হাজারের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছে। জাতিসংঘের হিসাব অনুযায়ী, যুদ্ধ শুরুর পর থেকে গাজার ৯২ শতাংশ আবাসিক ভবন ক্ষতিগ্রস্ত বা সম্পূর্ণরূপে ধ্বংস হয়েছে। ১৫ লাখ বাস্তুচ্যুত ফিলিস্তিনির জন্য অবিলম্বে প্রায় ৩ লাখ তাঁবু বা অস্থায়ী আশ্রয়কেন্দ্রের প্রয়োজন।

আপন দেশ/জেডআই

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়

শীর্ষ সংবাদ:

ভোটের শেষভাগে শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে ইসির উদ্বেগ নির্বাচন নিয়ে কোনো সংশয় নেই: স্বরাষ্ট্র উপদেষ্টা ক্ষমতায় গেলে বেকার সমস্যার সমাধান করা হবে:তারেক রহমান নির্বাচন-গণভোট: তিন দিন মোটরসাইকেল চলাচল বন্ধ মিয়ানমারের ছোড়া গুলিতে দুই বাংলাদেশি কিশোর গুলিবিদ্ধ সুপ্রিম কোর্টে ২ দিনের সাধারণ ছুটি ঘোষণা নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর ডিম নিক্ষেপ যে আসনের ভোটার হওয়ায় আক্ষেপ শবনম ফারিয়ার হাইকোর্টে প্রার্থিতা ফিরে পেলেন বিএনপির ১ প্রার্থী আগামী ৫ দিনের আবহাওয়ার পূর্বাভাস জঙ্গল সলিমপুরে র‍্যাব কর্মকর্তা হত্যা মামলায় আরও ২ আসামি গ্রেফতার ‘চাঁদাবাজদের আমরা সম্মানজনক অবস্থানে নিয়ে আসব’ ইরানের নতুন হুঁশিয়ারি স্বর্ণের দামে ফের ইতিহাস, আজকের বাজারদর জেনে নিন