Apan Desh | আপন দেশ

সুপার টাইফুন ‘রাগাসা’র আঘাত: তাইওয়ানে নিহত ১৪

আন্তর্জাতিক ডেস্ক    

প্রকাশিত: ১২:০২, ২৪ সেপ্টেম্বর ২০২৫

সুপার টাইফুন ‘রাগাসা’র আঘাত: তাইওয়ানে নিহত ১৪

ছবি: সংগৃহীত

দক্ষিণ চীন সাগরে সৃষ্টি হওয়া শক্তিশালী সুপার টাইফুন ‘রাগাসা’র আঘাতে তাইওয়ান এখন পর্যন্ত ১৪ জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। এছাড়া আহত হন আরও ১৪ জন। নিখোঁজ আছেন আরও অন্তত ৩০ জন।

বুধবার (২৪ সেপ্টেম্বর) তাইওয়ানের পূর্বাঞ্চলীয় জেলা হুয়ালিয়েনের প্রশাসনিক কর্মকর্তা লি কুয়ান-তিন এএফপিকে এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) হুয়ালিয়েনের উপকূলেই আছড়ে পড়েছে রাগাসা।

এএফপিকে লি কুয়ান-তিং বলেন, আমাদের ফায়ার সার্ভিসের উদ্ধারকারী বাহিনীর সর্বশেষ তথ্য অনুযায়ী, ঝড়ের আঘাতে এ পর্যন্ত হুয়ালিয়েনে ১৪ জন নিহত এবং আহত হয়েছেন ১৮ জন। এছাড়া এখনও কমপক্ষে ৩০ জন নিখোঁজ অবস্থায় আছেন। তাদের সন্ধান পেতে উদ্ধাকারী বাহিনীর তৎপরতা চলছে।

আরও পড়ুন<<>>জাতিসংঘে গাজার করুন চিত্র তুলে ধরলেন এরদোয়ান

এক  প্রতিবেদনে বার্তাসংস্থা রয়টার্স জানায়, রাগাসার প্রভাবে তাইওয়ান এবং দক্ষিণ চীন সাগরের তীরবর্তী অপর স্বায়ত্বশাসিত দ্বীপ ভূখণ্ড হংকংয়ের ওপর দিয়ে ব্যাপক মাত্রার ঝড়ো হওয়া বয়ে গেছে, ভারী বর্ষণও হয়েছে। 

ব্যাপক শক্তি ও বিধ্বংসী ক্ষমতার জন্য দক্ষিণ চীন সাগরের একটি নিম্নচাপ থেকে উদ্ভূত টাইফুন রাগাসাকে সুপার টাইফুন বলে উল্লেখ করেছেন ফিলিপাইন, চীন এবং তাইওয়ানের বিজ্ঞানীরা।

আপন দেশ/জেডআই 

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়