ছবি : আপন দেশ
বাংলাদেশকে পুনর্গঠনের জন্য দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা জরুরি বলে মন্তব্য করেছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান।
শুক্রবার (২৩ জানুয়ারি) সন্ধ্যায় রাজধানীর ভাষানটেকে ঢাকা-১৭ আসনের নির্বাচনি প্রচারণায় বক্তব্য দিতে গিয়ে তিনি এ মন্তব্য করেন।
তারেক রহমান বলেন, গত ১৫ বছরের দুঃশাসনে দেশ পিছিয়ে পড়েছে। বাংলাদেশকে আবার এগিয়ে নিতে হলে গণতন্ত্র ফিরিয়ে আনতে হবে। কারণ, গণতান্ত্রিক পদ্ধতিতে জনগণ তাদের প্রতিনিধি বেছে নিতে পারে। নির্বাচিত প্রতিনিধির কাছেই এলাকার সমস্যার কথা বলা সম্ভব হয়।
তিনি বলেন, বিগত ১৫ বছরের পরিস্থিতি বদলে দিতে জনগণ এখন বড় পরিবর্তনের অপেক্ষায় আছে। এলাকার সমস্যা সমাধান এবং দেশের উন্নয়ন করতে হলে গণতন্ত্রের যাত্রা আবার শুরু করতে হবে। জনগণের স্বাধীনভাবে ভোট দেয়ার অধিকার নিশ্চিত করতে হবে। নিজেদের প্রতিনিধি বেছে নেয়ার সুযোগ দিতে হবে।
আরও পড়ুন <<>> ধানের শীষ জয়ী হলে দেশে গণতন্ত্র জয়ী হয়: মঈন খান
তিনি আরও বলেন, শুধু জাতীয় নির্বাচন নয়। পৌরসভা, উপজেলা ও ইউনিয়ন পরিষদসহ সব স্তরেই নির্বাচন হতে হবে। সব জায়গায় জবাবদিহিতা নিশ্চিত করতে হবে। জনপ্রতিনিধিদের মানুষের সমস্যা জানতে ও সমাধান করতে হবে।
এসময় মঞ্চে স্থানীয় কয়েকজনকে ডেকে ভাষানটেকের মৌলিক সমস্যার কথা শোনেন তিনি।
ঢাকা-১৭ আসনের প্রচারণায় তারেক রহমানের স্ত্রী ডা. জুবাইদা রহমান, উপদেষ্টা আব্দুস সালাম, স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, ঢাকা মহানগর উত্তর বিএনপির আহবায়ক আমিনুল হক, সদস্য সচিব মোস্তফা জামানসহ দলের নেতারা উপস্থিত ছিলেন।
আপন দেশ/এসএস
মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।




































