Apan Desh | আপন দেশ

ইন্দোনেশিয়ায় বিমান বিধ্বস্ত হয়ে ১০ জনের মৃত্যু

আন্তজাতিক ডেস্ক

প্রকাশিত: ১৭:৪৩, ২৩ জানুয়ারি ২০২৬

ইন্দোনেশিয়ায় বিমান বিধ্বস্ত হয়ে ১০ জনের মৃত্যু

ছবি: সংগৃহীত

ইন্দোনেশিয়ার দক্ষিণ সুলাওয়েসি প্রদেশে একটি উড়োজাহাজ বিধ্বস্ত হয়েছে। ঘটনাস্থল থেকে ১০ জনের মরদেহ উদ্ধার করা হয়। নিহতদের মধ্যে সাতজন কেবিন ক্রু ও তিনজন যাত্রী ছিলেন।

শুক্রবার (২৩ জানুয়ারি) এ ঘটনাটি ঘটে। 

বিধ্বস্ত উড়োজাহাজটি ছিল এটিআর ৪২-৫০০ টারবোপ্রপ। যা ইন্দোনেশিয়ার এয়ার ট্রান্সপোর্ট (আইএটি)-এর মালিকানাধীন। রোববার (১৮ জানুয়ারি) দুপুরে রাজধানী জাকার্তা থেকে উড্ডয়নের পর মৎস্যসম্পদ মন্ত্রণালয়ের তিন কর্মকর্তাকে নিয়ে দক্ষিণ সুলাওয়েসিতে জরিপে যাওয়ার পথে এটি নিখোঁজ হয়। দুপুর ১টা ৩০ মিনিটের দিকে আইএটির দপ্তরের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে।

আরও পড়ুন <<>> যুক্তরাষ্ট্র-রাশিয়ার সঙ্গে আলোচনায় বসতে রাজি জেলেনস্কি

দক্ষিণ সুলাওয়েসির দুর্যোগ ব্যবস্থাপনা দপ্তরের কর্মকর্তা অ্যান্ডি সুলতান জানান, নিখোঁজের পর থেকেই অনুসন্ধান চলছিল। আজ সকালে মারোস এলাকার বুরুসারাউং পাহাড়ের কাছে বিমানের ধ্বংসাবশেষ পাওয়া যায়। ঘটনাস্থল জাকার্তা থেকে প্রায় ১ হাজার ৫০০ কিলোমিটার দূরে।

দুর্ঘটনার কারণ জানতে ইন্দোনেশিয়ার বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ তদন্ত শুরু করেছে।

আপন দেশ/এসএস

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়