ফাইল ছবি
বাংলাদেশ সবার দেশ। ধর্ম কিংবা বর্ণভেদ নয়, এ দেশ সব নাগরিকের জন্য নিরাপদ ও শান্তিপূর্ণ আবাসভূমি।
বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) সরস্বতী পূজা উপলক্ষে দেয়া এক বাণীতে তিনি হিন্দু সম্প্রদায়কে শুভেচ্ছা জানানোর সময় এ বার্তা দেন।
তিনি বলেন, বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির এক উজ্জ্বল উদাহরণ। হাজার বছর ধরে এ ভূখণ্ডে সব ধর্মের মানুষ সম্মান ও সৌহার্দ্য বজায় রেখে একসঙ্গে বসবাস করছেন।
বাণীতে আরও বলা হয়, হিন্দু ধর্মমতে দেবী সরস্বতী সত্য, ন্যায় ও জ্ঞানের প্রতীক। তিনি বিদ্যা, বাণী ও সুরের অধিষ্ঠাত্রী। তিনি অজ্ঞতার অন্ধকার থেকে মানুষকে জ্ঞানের আলোয় পথ দেখান।
আরও পড়ুন <<>> জাতীয় নির্বাচন: সারা দেশে ২১ নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োগ
সরস্বতী পূজা উপলক্ষে প্রধান উপদেষ্টা আশা প্রকাশ করেন, শিক্ষা যেন শুধু ব্যক্তিগত উন্নতিতে থেমে না থাকে। শিক্ষা যেন সমাজের কল্যাণেও কাজে লাগে। জ্ঞান দিয়ে অন্যকে সহায়তা করতে হবে। দুর্বলদের পাশে দাঁড়াতে হবে। সবার প্রচেষ্টায় গড়ে উঠবে একটি সুন্দর সমাজ।
বাণীর শেষে তিনি হিন্দু ধর্মাবলম্বীসহ বাংলাদেশের সকল নাগরিকের শান্তি, কল্যাণ ও সমৃদ্ধি কামনা করেন।
আপন দেশ/এসএস
মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।




































