ছবি : আপন দেশ
ধানের শীষ জয়ী হলে দেশে গণতন্ত্র জয়ী হয় বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও নরসিংদী-২ আসনের ধানের শীষের প্রার্থী ড. আব্দুল মঈন খান।
শুক্রবার (২৩ জানুয়ারি) ঘোড়াশাল পৌরসভার বিভিন্ন এলাকায় গণসংযোগকালে তিনি এ কথা বলেন।
মঈন খান বলেন, শহীদ জিয়াউর রহমান এ দেশে বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করেছেন। ১৯৯১ সালেও ধানের শীষ বিজয়ের মধ্য দিয়ে খালেদা জিয়ার নেতৃত্বে গণতন্ত্র পুনরুদ্ধার হয়েছিল।
তিনি বলেন, পরবর্তী সময়ে দেশে বাকশাল কায়েম হলে প্রয়াত দেশনেত্রী খালেদা জিয়া ও তারেক রহমানের নেতৃত্বে দীর্ঘ দেড়যুগের আন্দোলনের মাধ্যমে দেশ থেকে ফ্যাসিবাদ বিদায় নিয়েছে। যখনই ধানের শীষ জয়ী হয়, তখন দেশের গণতন্ত্র জয়লাভ করে।
আরও পড়ুন <<>> খেলার মাঠের অভাবে তরুণ সমাজ বিপদগামী হচ্ছে: মির্জা আব্বাস
তিনি আবার বলেন, বিএনপি কখনও জনগণের অধিকার নিয়ে খেলে না। কারণ, জনগণের ম্যান্ডেট নিয়েই বিএনপি রাষ্ট্র পরিচালনা করে। আমাদের নেত্রী যদি আপোষ করতেন, তাহলে বিএনপি অনেক আগেই ক্ষমতায় আসতে পারতো। কিন্তু দেশ ও জনগণের স্বার্থে সকল লোভ-লালসা উপেক্ষা করে তিনি সংগ্রামের পথ বেছে নিয়েছিলেন।
তিনি আরও বলেন, তরুণ প্রজন্ম দেড়যুগ ধরে ভোটাধিকার থেকে বঞ্চিত। তারুণ্যের প্রথম ভোট হবে বাংলাদেশ পুনর্নির্মাণের ভোট। তারুণ্যের প্রথম ভোট হবে উন্নয়নের দেশ গড়ার ভোট। তারা খুবই সচেতন। তাদের একটি ভোট দেশকে এগিয়ে নিতে ব্যাপক ভূমিকা রাখবে। আমি তরুণ প্রজন্মের প্রতি আহবান জানাবো, স্থিতিশীল বাংলাদেশ এবং উন্নত বাংলাদেশ গড়ার লক্ষ্যে ধানের শীষে ভোট দিন।
আপন দেশ/এসএস
মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।




































