Apan Desh | আপন দেশ

পানিতে ডুবিয়ে ছেলেকে হত্যার পর মায়ের আত্মহত্যা

বাগেরহাট প্রতিনিধি

প্রকাশিত: ২১:৪৫, ২৩ জানুয়ারি ২০২৬

আপডেট: ২১:৪৯, ২৩ জানুয়ারি ২০২৬

পানিতে ডুবিয়ে ছেলেকে হত্যার পর মায়ের আত্মহত্যা

ছবি : আপন দেশ

বাগেরহাট সদর উপজেলায় এক মর্মান্তিক ঘটনা ঘটেছে। ৯ মাস বয়সী শিশুকে পানিতে ডুবিয়ে হত্যার পর তার মা আত্মহত্যা করেছেন।

শুক্রবার (২৩ জানুয়ারি) বিকেলে সদর উপজেলার সাবেকডাঙ্গা গ্রামে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন, বাগেরহাট সদর উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগের সভাপতি জুয়েল হাসান সাদ্দামের ৯ মাসের ছেলে নাজিম হোসেন এবং তার স্ত্রী কানিজ সুর্বণা স্বর্ণালী (২২)। তিনি বিভিন্ন মামলায় বর্তমানে কারাগারে আছেন।

ঘটনাটি নিয়ে পরিবারের সদস্যরা বলেন, দীর্ঘদিন ধরে স্বামী কারাবন্দি থাকায় স্বর্ণালী মানসিকভাবে ভেঙে পড়েছিলেন। হতাশা থেকেই তিনি এমন সিদ্ধান্ত নিয়েছেন বলে তাদের ধারণা।

স্থানীয়রা জানান, গত ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানের পর গোপালগঞ্জ থেকে জুয়েল সাদ্দামকে গ্রেফতার করা হয়। এখন তিনি যশোর কারাগারে বন্দি। স্বর্ণালী স্বামীকে খুব ভালোবাসতেন এবং মুক্ত করার জন্য বারবার জামিনের চেষ্টা করছিলেন। কিন্তু জামিন না হওয়ায় তিনি হতাশায় ডুবে যান।

আরও পড়ুন <<>> দেশের উন্নয়নে ধানের শীষকে বিজয়ী করতে হবে: সালাহউদ্দিন আহমদ

শুক্রবার বিকেলে তিনি প্রথমে শিশুকে বালতিতে পানিতে ডুবিয়ে হত্যা করেন। পরে নিজে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন। ঘটনার সময় বাড়িতে স্বর্ণালীর শ্বশুর-শাশুড়ি ও ননদ ঘরের বাইরে ছিলেন।

ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। বাগেরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মাসুম খান বলেন, মা ও শিশুর মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

আপন দেশ/এসএস

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়

শীর্ষ সংবাদ:

দেশকে পুনর্নির্মাণ করতে হলে গণতন্ত্র প্রতিষ্ঠিত করতে হবে: তারেক রহমান ‘ধর্ম-বর্ণভেদে নয়, বাংলাদেশ সব মানুষের নিরাপদ-শান্তিপূর্ণ আবাসভূমি’ আইসিসিকে ফের চিঠি পাঠাল বিসিবি আতঙ্কিত হয়ে একটি দল উল্টাপাল্টা বক্তব্য দিচ্ছে : নাহিদ গ্যাস নিয়ে ‘দুঃসংবাদ’ দিল তিতাস প্রাথমিকের সহকারী শিক্ষক নিয়োগের মৌখিক পরীক্ষার তারিখ প্রকাশ নির্বাচন নিয়ে মার্কিন রাষ্ট্রদূতকে যে বার্তা দিলেন প্রধান উপদেষ্টা যুক্তরাষ্ট্র-রাশিয়ার সঙ্গে আলোচনায় বসতে রাজি জেলেনস্কি যে ৩ জেলায় বইছে মৃদু শৈত্যপ্রবাহ শিশু নির্যাতন : শারমিন অ্যাকাডেমির ব্যবস্থাপক গ্রেফতার স্বর্ণ-রুপার দাম কমেছে, আজকের বাজারদর জেনে নিন ম্যানচেস্টার ইউনাইটেড ছাড়ছেন কাসেমিরো সুপ্রিম কোর্ট সচিবালয়ে ৪৬ ক্যাডারসহ ২১৩ পদ সৃজনের গেজেট প্রকাশ