Apan Desh | আপন দেশ

আ. লীগের নির্দোষ কর্মীদের পাশে থাকবেন মির্জা ফখরুল

ঠাকুরগাঁও প্রতিনিধি

প্রকাশিত: ২১:০০, ২৩ জানুয়ারি ২০২৬

আপডেট: ২১:৪৬, ২৩ জানুয়ারি ২০২৬

আ. লীগের নির্দোষ কর্মীদের পাশে থাকবেন মির্জা ফখরুল

ছবি : আপন দেশ

আমরা আওয়ামী লীগের কর্মী-সমর্থকদের জানাতে চাই, আপনারা বিপদে পড়বেন না। আমরা আছি আপনাদের পাশে। যারা অন্যায় করেছে, তাদের শাস্তি হবে। যারা অন্যায় করেনি, তাদের কোনো শাস্তি হতে দেব না। এমন মন্তব্য করেছেন ঠাকুরগাঁও-১ আসনে বিএনপির প্রার্থী ও দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

শুক্রবার (২৩ জানুয়ারি) বিকেলে ঠাকুরগাঁও সদর উপজেলার শোল্টিহরি বাজারে নির্বাচনী গণসংযোগে তিনি এ মন্তব্য করেন।

মির্জা ফখরুল বলেন, গত ১৫ বছরে জনগণ ভোট দিতে পারেনি। আগের রাতেই ভোট হয়ে যেত। এখন ভোটের একটি সুযোগ এসেছে।

তিনি আরও বলেন, আমাদের হাসিনা আপা ভারতে গেছেন। ভালো করেছেন। কিন্তু কর্মী–সমর্থকদের বিপদে ফেলে গেছেন কেন? আমরা বলতে চাই, আপনারা বিপদে পড়বেন না। আমরা আছি পাশে। যারা অন্যায় করেছে তাদের জবাবদিহি হবে। আর নির্দোষদের শাস্তি হতে দেব না।

দুপুরে তিনি ঢাকা থেকে ঠাকুরগাঁও আসেন। বিকেলে শোল্টিহরি বাজারে গণসংযোগ দিয়ে আনুষ্ঠানিক প্রচার শুরু করেন। এরপর ১১ মাইল, বৈরাগীহাট, পয়সাফেলা ও মুন্সিরহাট এলাকায় গণসংযোগ করেন। ভোটারদের সঙ্গে কুশলবিনিময় করেন এবং ধানের শীষে ভোট চান।

আরও পড়ুন <<>> দেশকে পুনর্নির্মাণ করতে হলে গণতন্ত্র প্রতিষ্ঠিত করতে হবে: তারেক রহমান

শোল্টিহরি বাজারে এলাকাবাসীর উদ্দেশে তিনি বলেন, আমি আপনাদেরই ছেলে এবং ভাই। এই এলাকা থেকে নির্বাচন করেছি। কখনো জিতেছি, কখনো হেরেছি। হারলেও আপনাদের ছেড়ে যাইনি। আমার বয়স ৭৮ বছর। কিন্তু মন এখনো তরুণ। সুযোগ পেলে এলাকার সমস্যার সমাধান করতে পারব।

ধর্মীয় সম্প্রীতি প্রসঙ্গে তিনি বলেন, মুসলমান ও হিন্দু সবাই মিলে এলাকার উন্নয়নে কাজ করতে চাই। কিছু লোক সমাজে বিভাজন তৈরি করতে চায়। কিন্তু বাংলাদেশে হিন্দু–মুসলমান আলাদা নয়। সবাই একসঙ্গে বাস করে, আচার-অনুষ্ঠানে যোগ দেয়। আমরা এ পরিবেশ বজায় রাখতে চাই। মুসলমান, হিন্দু, বৌদ্ধ ও খ্রিষ্টান সবাইকে সমান নিরাপত্তা দিতে চাই।

আপন দেশ/এসএস

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়

শীর্ষ সংবাদ:

দেশকে পুনর্নির্মাণ করতে হলে গণতন্ত্র প্রতিষ্ঠিত করতে হবে: তারেক রহমান ‘ধর্ম-বর্ণভেদে নয়, বাংলাদেশ সব মানুষের নিরাপদ-শান্তিপূর্ণ আবাসভূমি’ আইসিসিকে ফের চিঠি পাঠাল বিসিবি আতঙ্কিত হয়ে একটি দল উল্টাপাল্টা বক্তব্য দিচ্ছে : নাহিদ গ্যাস নিয়ে ‘দুঃসংবাদ’ দিল তিতাস প্রাথমিকের সহকারী শিক্ষক নিয়োগের মৌখিক পরীক্ষার তারিখ প্রকাশ নির্বাচন নিয়ে মার্কিন রাষ্ট্রদূতকে যে বার্তা দিলেন প্রধান উপদেষ্টা যুক্তরাষ্ট্র-রাশিয়ার সঙ্গে আলোচনায় বসতে রাজি জেলেনস্কি যে ৩ জেলায় বইছে মৃদু শৈত্যপ্রবাহ শিশু নির্যাতন : শারমিন অ্যাকাডেমির ব্যবস্থাপক গ্রেফতার স্বর্ণ-রুপার দাম কমেছে, আজকের বাজারদর জেনে নিন ম্যানচেস্টার ইউনাইটেড ছাড়ছেন কাসেমিরো সুপ্রিম কোর্ট সচিবালয়ে ৪৬ ক্যাডারসহ ২১৩ পদ সৃজনের গেজেট প্রকাশ