ছবি: সংগৃহীত
চুক্তির মেয়াদ শেষের পথে থাকা কাসেমিরো ক্লাব ছাড়তে যাচ্ছেন বলে ঘোষণা দিয়েছে ম্যানচেস্টার ইউনাইটেড।
বৃহস্পতিবার (২২ জানুয়ারি) ক্লাব কর্তৃপকক্ষ এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে।
২০২২ সালে রিয়াল মাদ্রিদ থেকে ম্যানচেস্টার ইউনাইটেডে আসেন তিনি। রিয়ালের হয়ে পাঁচবার চ্যাম্পিয়ন্স লিগ, তিনবার লা লিগা এবং তিনবার স্প্যানিশ সুপার কাপ জিতে ইতিহাস গড়েছিলেন। ওল্ড ট্র্যাফোর্ডে চার বছরে কাসেমিরো খেলেছেন ১৪৬ ম্যাচ। গোল করেছেন ২১টি।
৩৩ বছর বয়সী এ মিডফিল্ডার ম্যানইউতে সে একই ধারাবাহিকতা দেখাতে পারেননি। ইংলিশ প্রিমিয়ার লিগে তার পারফরম্যান্স লা লিগার মান ছুঁতে পারেনি। তবুও ২০২৩ সালের লিগ কাপ ফাইনালে নিউক্যাসলের বিপক্ষে গোল করেন। ২০২৪ সালে এফএ কাপও জয় করেন তিনি।
আরও পড়ুন <<>> নতুন রেকর্ডে নাম লেখালেন রোনালদো
ক্লাবের ওয়েবসাইটে প্রকাশিত এক বিবৃতিতে কাসেমিরো বলেন, ম্যানচেস্টার ইউনাইটেডকে আমি সারাজীবন মনে রাখব। প্রথম দিন থেকেই এ স্টেডিয়ামে আবেগ অনুভব করেছি। এখন সমর্থকদের ভালোবাসা আমাকে আরও বিশেষ কিছু মনে করায়।
তিনি আরও বলেন, এখনই বিদায় দিচ্ছি না। সামনে চার মাস নতুন স্মৃতি তৈরির সুযোগ আছে। আমাদের আরও লড়াই বাকি। ক্লাবের সাফল্যের জন্য আমি সর্বোচ্চটা দেয়ার প্রতিশ্রুতি রাখছি। মৌসুম শেষে ফ্রি এজেন্ট হওয়ার পর কোথায় যাবেন, তা এখনও জানাননি ব্রাজিলিয়ান এ তারকা।
বর্তমান লিগে ইউনাইটেড পঞ্চম স্থানে আছে। আগামী মৌসুমের চ্যাম্পিয়ন্স লিগে উঠতে দলটি লড়াই করে যাচ্ছে।
আপন দেশ/এসএস
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।




































