Apan Desh | আপন দেশ

জাতীয় নির্বাচন: সারা দেশে ২১ নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োগ

নিজস্ব প্রতিবেদক, আপন দেশ 

প্রকাশিত: ১৮:২৫, ২৩ জানুয়ারি ২০২৬

জাতীয় নির্বাচন: সারা দেশে ২১ নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োগ

ছবি : আপন দেশ

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আচরণবিধি প্রতিপালন নিশ্চিত করতে বিসিএস (প্রশাসন) ক্যাডারের ২১ জন কর্মকর্তাকে নির্বাহী ম্যাজিস্ট্রেট হিসেবে নিয়োগ দিয়েছে সরকার।

বৃহস্পতিবার (২২ জানুয়ারি) জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রেষণ-২ শাখা থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

প্রজ্ঞাপনে বলা হয়, নিয়োগপ্রাপ্ত ম্যাজিস্ট্রেটরা মোবাইল কোর্ট আইন, ২০০৯–এর ধারা ৫ অনুযায়ী মোবাইল কোর্ট পরিচালনার ক্ষমতা প্রয়োগ করবেন এবং ভোটগ্রহণের দুই দিন পর পর্যন্ত নির্ধারিত এলাকায় দায়িত্ব পালন করবেন।

তাদের রবিারের (২৫ জানুয়ারি)  মধ্যে সংশ্লিষ্ট জেলা ম্যাজিস্ট্রেট বা রিটার্নিং অফিসারের কাছে যোগদান বা রিপোর্ট করতে বলা হয়েছে।

আরও পড়ুন <<>> রোববার কূটনীতিকদের সঙ্গে বৈঠকে বসছে ইসি

জেলা ম্যাজিস্ট্রেটরা নিজস্ব অধিক্ষেত্রে এসব নির্বাহী ম্যাজিস্ট্রেটের দায়িত্ব বণ্টন ও মোবাইল কোর্ট পরিচালনার এলাকা নির্ধারণ করবেন। এছাড়া প্রতিদিনের মোবাইল কোর্ট কার্যক্রম নির্ধারিত ছকে জেলা ম্যাজিস্ট্রেট ও রিটার্নিং অফিসারকে জানাতে হবে।

জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব মোহাম্মদ নূর-এ-আলম স্বাক্ষরিত আদেশে বলা হয়েছে, জনস্বার্থেই এ নিয়োগ দেয়া হয়েছে এবং আসন্ন নির্বাচনে শান্তি–শৃঙ্খলা বজায় রাখাই এ পদক্ষেপের মূল লক্ষ্য।

আপন দেশ/এসএস

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়