Apan Desh | আপন দেশ

শিশু নির্যাতন : শারমিন অ্যাকাডেমির ব্যবস্থাপক গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক, আপন দেশ

প্রকাশিত: ০৯:৫০, ২৩ জানুয়ারি ২০২৬

আপডেট: ১১:২৩, ২৩ জানুয়ারি ২০২৬

শিশু নির্যাতন : শারমিন অ্যাকাডেমির ব্যবস্থাপক গ্রেফতার

ছবি : আপন দেশ

রাজধানীর নয়াপল্টনে ‘শারমিন অ্যাকাডেমি’ নামের একটি স্কুলে শিশু নির্যাতনের ঘটনায় করা মামলার প্রধান আসামি ও প্রতিষ্ঠানটির ব্যবস্থাপক পবিত্র কুমার বড়ুয়াকে গ্রেফতার করেছে পুলিশ। 

বৃহস্পতিবার (২২ জানুয়ারি) রাতে মিরপুর থেকে তাকে গ্রেফতার করা হয়। 

স্কুলটিতে ভর্তি হওয়ার মাত্র ৭ দিনের মাথায় গত ১৮ জানুয়ারি শিক্ষকদের হাতে নির্যাতনের শিকার হয় চার বছর বয়সী শিশুটি। এ ঘটনায় ভুক্তভোগীর পরিবারের পক্ষ থেকে মামলা দায়ের করা হয়।

এর আগে স্কুলের অফিসকক্ষে শিশুটিকে নির্মম নির্যাতনের সিসিটিভি ফুটেজ সামাজিকমাধ্যমে ব্যাপক ভাইরাল হয়। 

এতে দেখা যায়, স্কুল ইউনিফর্ম পরা আনুমানিক ৩-৪ বছর বয়সী এক শিশুকে টানা-হেঁচড়া করে একটি কক্ষে নিয়ে যান এক প্রধান শিক্ষক শারমিন জাহান। শিশুটিকে প্রথমে তিনি চড় দেন। এরপর শিশুটির ওপর চড়াও হন আগে থেকেই অফিস কক্ষে থাকা প্রধান শিক্ষক শারমিন জাহানের স্বামী ও স্কুলের ব্যবস্থাপক পবিত্র কুমার।

ভিডিওতে দেখা যায়, ওই পবিত্র কুমার কখনো শিশুটির গলা চেপে ধরছিলেন, কখনো মুখ চেপে ধরছিলেন। হাতে স্ট্যাপলার ছিল। শিশুটি কখনো কাঁদছিল, কখনো অস্থির হচ্ছিল। ওই নারী হাত ধরে তাকে আটকে রাখছিল।

আরও পড়ুন : স্বর্ণ-রুপার দাম কমেছে, আজকের বাজারদর জেনে নিন

একপর্যায়ে শিশুটি ওই নারীর শাড়িতে থুতু ফেললে পুরুষটি শিশুটির মাথা শাড়িতে থুতু ফেলার জায়গায় চেপে ধরেন এবং সেই অবস্থায় কয়েকবার শিশুর মাথায় ঝাঁকি দেন।

ঘটনার পর থেকেই অভিযুক্ত দুই ব্যক্তি পলাতক ছিলেন। পরে এ ঘটনায় মামলায় দায়ের করা হলে বৃহস্পতিবার স্কুলের ব্যবস্থাপক পবিত্র কুমারকে গ্রেফতার করা হয়।

আপন দেশ/এনএম

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়