ছবি : আপন দেশ
ত্রয়োদশ জাতীয় সংসদ সদস্য নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে কুড়িগ্রাম-২ আসনে আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি) প্রার্থী মো. নজরুল ইসলাম খান (ডাঃ নজরুল) সংসদীয় এলাকার বিভিন্ন স্থানে লিফলেট বিতরণ ও ব্যাপক গণসংযোগ চালিয়েছেন।
শুক্রবার (২৩ জানুয়ারি) সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কুড়িগ্রাম সদর ও ফুলবাড়ী উপজেলার বিভিন্ন এলাকায় তিনি লিফলেট বিতরণ ও গণসংযোগ করেন।
এ সময় তিনি সাধারণ মানুষ, খেটে-খাওয়া শ্রমজীবী, দিনমজুর, ব্যবসায়ী, দোকানি ও পথচারীদের সঙ্গে কুশল বিনিময় করেন। পাশাপাশি এবি পার্টির নীতি, আদর্শ এবং নির্বাচনী অঙ্গীকার তুলে ধরে লিফলেট বিতরণ করেন। এছাড়া ঈগল প্রতীকের জন্য দোয়া, সমর্থন এবং সহযোগিতা কামনা করেন।
আরও পড়ুন <<>> কালীগঞ্জে আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
গণসংযোগে উপস্থিত ছিলেন এবি পার্টির কুড়িগ্রাম জেলা সদস্য সচিব মো. জাহিদুল ইসলাম জুয়েল, যুগ্ম আহবায়ক আলমগীর হোসেন, সদর উপজেলা আহবায়ক শফিকুল ইসলাম লিটন, যুগ্ম আহবায়ক আব্দুস সালাম, ফুলবাড়ী উপজেলা আহবায়ক ফজর আলীসহ বিভিন্ন ইউনিয়নের নেতৃবৃন্দ।
আপন দেশ/এসএস
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।




































