Apan Desh | আপন দেশ

জামায়াতের ১০ দলীয় জোটে কে পেল কত আসন

নিজস্ব প্রতিবেদক, আপন দেশ

প্রকাশিত: ২০:০৭, ২০ জানুয়ারি ২০২৬

জামায়াতের ১০ দলীয় জোটে কে পেল কত আসন

ছবি: আপন দেশ

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে ১০ দলীয় জোটের আসন সমঝোতা আজ চূড়ান্ত হচ্ছে।

মঙ্গলবার (২০ জানুয়ারি) মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিনে এ সিদ্ধান্ত চূড়ান্ত হয় বলে সংশ্লিষ্ট সূত্রগুলো জানিয়েছে।

জোট সূত্র জানিয়েছে, ৩০০ আসনের মধ্যে ২২০টি আসনে নির্বাচন করবে জামায়াতে ইসলামী। বাকি ৮০টি আসনে জোটভুক্ত অন্যান্য দলের নেতারা প্রার্থী হবেন।

এর আগে জামায়াতে ইসলামী ১৭৯টি আসনে নির্বাচন করার ঘোষণা দিয়েছিল। একই সঙ্গে ইসলামী আন্দোলন বাংলাদেশের জন্য ৪৭টি আসন সংরক্ষণের সিদ্ধান্ত ছিল। বাকি আসনগুলো এনসিপি, বাংলাদেশ খেলাফত মজলিস, খেলাফত মজলিস, এলডিপি, এবি পার্টি, বিডিপি ও নেজামে ইসলাম পার্টির মধ্যে বণ্টনের পরিকল্পনা ছিল।

আরও পড়ুন <<>> ভোট ইঞ্জিনিয়ারিং রুখতে বিএনপিকে সতর্ক থাকতে হবে: মির্জা আব্বাস

তবে ইসলামী আন্দোলন বাংলাদেশ জোটে না আসায় তাদের জন্য নির্ধারিত আসনগুলো পুনরায় বণ্টন করা হয়।

সর্বশেষ সমঝোতা অনুযায়ী, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) পাচ্ছে ৩০টি আসন। বাংলাদেশ খেলাফত মজলিসের জন্য ২৩টি এবং খেলাফত মজলিসের জন্য ১২টি আসন প্রায় নিশ্চিত হয়েছে।

এ ছাড়া কয়েকটি আসন এখনো উন্মুক্ত রাখা হয়েছে। এসব আসনে শেষ মুহূর্তে চূড়ান্ত সিদ্ধান্ত নেয়া হতে পারে।

জোট সংশ্লিষ্টরা জানান, বিকেলে মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ সময় আনুষ্ঠানিকভাবে চূড়ান্ত আসন বণ্টনের ঘোষণা দেয়া হবে।

আপন দেশ/এসএস

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়

শীর্ষ সংবাদ:

একদিনের ব্যবধানে স্বর্ণের দামে ভাঙল সব রেকর্ড জামায়াতের ১০ দলীয় জোটে কে পেল কত আসন মানুষের কল্যাণে আপনাদের পাশে থেকে কাজ করতে চাই: তারেক রহমান এনসিপিসহ চার দলকে ইসির সতর্কবার্তা নির্বাচনের আগে লুটের অস্ত্র উদ্ধারে জোর দেয়ার নির্দেশ প্রধান উপদেষ্টার আমাদেরই একাংশ সুষ্ঠু নির্বাচন চায় না : পররাষ্ট্র উপদেষ্টা প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন আজ, প্রতীক বরাদ্দ কাল গাজায় তুরস্ক-কাতারের সেনাদের কোনো স্থান নেই : নেতানিয়াহু উখিয়া রোহিঙ্গা ক্যাম্পে ভয়াবহ আগুন বৈশাখী ভাতায় বড় সুখবর ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ‘কঠিন পরীক্ষা’: মির্জা ফখরুল আগামী নির্বাচন শতভাগ সুষ্ঠু হবে: জামায়াত আমীর আজ রেকর্ড দামে বিক্রি হচ্ছে স্বর্ণ-রুপা, বাজারদর জেনে নিন চানখারপুলে ৬ শিক্ষার্থী হত্যা মামলার রায় পেছাল ১ অতিরিক্ত পুলিশ সুপারকে সাময়িক বরখাস্ত তারেক রহমানের সঙ্গে রুশ রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ