Apan Desh | আপন দেশ

ফাইনালে টসে জিতে বোলিংয়ে চট্টগ্রাম

ক্রীড়া প্রতিবেদক, আপন দেশ

প্রকাশিত: ১৮:০৮, ২৩ জানুয়ারি ২০২৬

আপডেট: ১৮:০৯, ২৩ জানুয়ারি ২০২৬

ফাইনালে টসে জিতে বোলিংয়ে চট্টগ্রাম

ছবি : আপন দেশ

বিপিএল দ্বাদশ আসরের ফাইনালে আজ মুখোমুখি চট্টগ্রাম রয়্যালস ও রাজশাহী ওয়ারিয়র্স। টস জিতে আগে বোলিংয়ের সিদ্ধান্ত নিয়েছে চট্টগ্রাম।

পুরো টুর্নামেন্ট জুড়েই ধারাবাহিক ছিল দুই দল। বড় তারকা না থাকলেও টিম বন্ডিংয়ের ওপর ভর করে এগিয়েছে রাজশাহী ও চট্টগ্রাম। যার ফলই তারা এখন ফাইনালে। শেষ লড়াইতে জয় দিয়ে ট্রফি জিততে চায় দুই দলই।

একাদশে পরিবর্তন এসেছে রাজশাহীর। মোহাম্মদ রুবেলের জায়গায় দলে ফিরেছেন হাসান মুরাদ। অন্যদিকে চট্টগ্রাম অপরিবর্তিত একাদশ নিয়ে ফাইনালে মাঠে নামছে।

বাংলাদেশ সময় সন্ধ্যা ৬টায় মিরপুরের শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে শুরু হয় ফাইনাল।

এক নজরে দুই দলের একাদশ

রাজশাহী ওয়ারিয়র্স: সাহিবজাদা ফারহান, তানজিদ হাসান তামিম, নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), কেইন উইলিয়ামসন, মুশফিকুর রহিম, এস এম মেহেরব হোসেন, জিমি নিশাম, আবদুল গাফফার সাকলাইন, তানজিম হাসান সাকিব, হাসান মুরাদ, বিনুরা ফার্নান্দো।

চট্টগ্রাম রয়্যালস: মির্জা তাহির বেগ, নাঈম শেখ, মাহমুদুল হাসান জয়, হাসান নওয়াজ, আসিফ আলী, শেখ মেহেদী হাসান (অধিনায়ক), আমের জামাল, জাহিদউজ্জামান, তানভীর ইসলাম, শরিফুল ইসলাম, মুকিদুল ইসলাম মুগ্ধ।

আপন দেশ/এসএস

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়