Apan Desh | আপন দেশ

‘বিএনপি ঘোষণা দিলে জামায়াতের প্রার্থী রাস্তায় নামতে পারবে না’

নিজস্ব প্রতিবেদক, আপন দেশ 

প্রকাশিত: ১৮:০১, ২৩ জানুয়ারি ২০২৬

‘বিএনপি ঘোষণা দিলে জামায়াতের প্রার্থী রাস্তায় নামতে পারবে না’

ছবি : আপন দেশ

বিএনপি মনোনীত ঢাকা-৬ আসনের প্রার্থী ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন বলেছেন, আমরা চাইলে ঢাকা শহরে কেউই রাস্তায় নামতে পারবে না। একইসঙ্গে বলেন, বিএনপি ঘোষণা দিলে ঢাকায় কোনো জামায়াতের প্রার্থীসহ কেউই রাস্তায় নামতে পারবে না।

শুক্রবার (২৩ জানুয়ারি) বেলা সাড়ে ১১টার দিকে রাজধানীর বংশালের সুরিটোলা স্কুলের সামনে নির্বাচনি গণসংযোগের সময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

ইশরাক বলেন, দীর্ঘ আন্দোলন-সংগ্রামের পর বিএনপি বর্তমান অবস্থানে এসেছে। আমরা ভেসে আসিনি, ১৭ বছরের ত্যাগ-তিতিক্ষা ও বহু নেতাকর্মীর রক্তের বিনিময়ে এখানে এসেছি।

এক জামায়াত প্রার্থীর মন্তব্য নিয়ে প্রতিক্রিয়ায় ইশরাক বলেন, এ ধরনের মন্তব্য এখন হাস্যরসে পরিণত হয়েছে। এসব বক্তব্য মূলত নেতাকর্মীদের উজ্জীবিত রাখার কৌশল মাত্র। তিনি প্রশ্ন তোলেন, ৫ আগস্টের পর হঠাৎ উদয় হওয়া এ গুপ্ত বাহিনী এতদিন কোথায় ছিল?

আরও পড়ুন <<>> সোমবার মঞ্জুরুল আহসানের আপিল শুনানি

বিএনপি নেতার দাবি, ভোরবেলায় জনশূন্য রাস্তায় মিছিলে অংশ নেয়ার মাধ্যমে জামায়াত আন্দোলনের চেষ্টা করেছে। বিপরীতে বিএনপি রাজপথে রক্ত দিয়েছে এবং গুলির মুখে দাঁড়িয়েছে।

ইশরাক হোসেন হুঁশিয়ারি দিয়ে বলেন, ঢাকার সব আসনে জামায়াত প্রার্থীদের জামানত হারানোর সম্ভাবনা রয়েছে। যদি তাদের অন্য কোনো পরিকল্পনা থেকে থাকে, তাহলে নির্বাচনের আগেই ঢাকা থেকে বিতাড়িত করা হবে।

গণসংযোগ কর্মসূচিতে বিএনপি, যুবদল, ছাত্রদলসহ বিভিন্ন অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

আপন দেশ/এসএস

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়