ছবি : আপন দেশ
৪৮তম বিসিএস (বিশেষ) পরীক্ষা–২০২৫-এর মাধ্যমে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি) সুপারিশপ্রাপ্ত তিন হাজার ২৬৩ জন প্রার্থীর নিয়োগ দিয়েছে সরকার। বৃহস্পতিবার (২২ জানুয়ারি) জনপ্রশাসন মন্ত্রণালয় এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করে।
শুক্রবার (২৩ জানুয়ারি) সংশোধিত এক বিবরণীতে এ তথ্য নিশ্চিত করেছে মন্ত্রণালয়।
প্রজ্ঞাপনে বলা হয়, নিয়োগপ্রাপ্তদের বাংলাদেশ লোক-প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্র (বিপিএটিসি) বা সরকার নির্ধারিত প্রতিষ্ঠানে বুনিয়াদি প্রশিক্ষণ গ্রহণ করতে হবে। বুনিয়াদি প্রশিক্ষণের পর সংশ্লিষ্ট দপ্তরে পেশাগত ও বিশেষায়িত প্রশিক্ষণ নিতে হবে।
প্রত্যেককে দুই বছর শিক্ষানবিশ হিসেবে চাকরি করতে হবে। প্রয়োজনে শিক্ষানবিশকাল সর্বোচ্চ দুই বছর পর্যন্ত বাড়ানো যাবে। শিক্ষানবিশকালে অযোগ্য প্রমাণিত হলে কোনো কারণ দর্শানো ছাড়াই এবং পিএসসির সঙ্গে পরামর্শ ছাড়া চাকরি থেকে অপসারণ করা যাবে।
আরও পড়ুন <<>> প্রাথমিক শিক্ষক নিয়োগের ফল প্রকাশ
নিয়োগপ্রাপ্তদের আগামী ১ ফেব্রুয়ারি পূর্বাহ্নে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগ কর্তৃক নির্ধারিত কার্যালয়ে যোগদান করতে বলা হয়েছে। নির্ধারিত তারিখে যোগদান না করলে সংশ্লিষ্ট প্রার্থী চাকরিতে আগ্রহী নন বলে গণ্য হবে এবং তার নিয়োগপত্র বাতিল হবে বলে প্রজ্ঞাপনে উল্লেখ আছে।
আপন দেশ/এসএস
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।




































