ছবি : আপন দেশ
ভারতে অনুষ্ঠিতব্য টি-টোয়েন্টি বিশ্বকাপে নিজেদের ম্যাচ শ্রীলঙ্কায় সরিয়ে নেয়ার দাবিতে অনড় জানিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। তবে এরই মধ্যে আবারও আইসিসিকে চিঠি দিয়েছে বিসিবি।
শুক্রবার (২৩ জানুয়ারি) নতুন চিঠিতে বাংলাদেশ দলের ভেন্যু পরিবর্তনের বিষয়টি আইসিসির স্বাধীন ডিসপিউট রেজোল্যুশন কমিটির কাছে পাঠানোর অনুরোধ জানানো হয়েছে।
স্বাধীন আইনজীবীদের এ কমিটি আইসিসি-সম্পর্কিত বিতর্ক নিষ্পত্তি করে। বিসিবির আশা, আইসিসি অনুরোধটি গ্রহণ করবে।
বাংলাদেশ সরকারের অবস্থানও স্পষ্ট—নিরাপত্তা উদ্বেগ দূর না হলে দল ভারতে যাবে না। বৃহস্পতিবার (২২ জানুয়ারি) ক্রিকেটারদের সঙ্গে বৈঠকের পর ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল জানান, সিদ্ধান্ত বদলের কোনো সুযোগ নেই।
তিনি দাবি করেন, বাংলাদেশের নিরাপত্তা উদ্বেগ আইসিসি যথাযথভাবে বিবেচনা করেনি।
আইসিসির অবস্থান ভিন্ন। বুধবার (২১ জানুয়ারি) বোর্ড সভায় বিসিবির ভেন্যু পরিবর্তনের প্রস্তাব নাকচ করা হয়। আইসিসি সূচি অপরিবর্তিত রাখার সিদ্ধান্তও জানায়। পাশাপাশি এক দিনের মধ্যে বাংলাদেশকে জানাতে বলা হয় তারা ভারতে খেলবে কি না। আইসিসির যুক্তি, নিরাপত্তা নিয়ে স্বাধীন মূল্যায়নে ঝুঁকি গুরুতর না হলে ভেন্যু পরিবর্তন সম্ভব নয়।
আরও পড়ুন <<>> আজ বিপিএলের ফাইনাল, উন্মোচন নতুন ট্রফি
টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশ গ্রুপ সি-তে আছে। একই গ্রুপে ইংল্যান্ড, ইতালি, ওয়েস্ট ইন্ডিজ ও নেপাল। বাংলাদেশের প্রথম তিন ম্যাচ কলকাতায় এবং শেষ ম্যাচ মুম্বাইয়ে হওয়ার কথা। উদ্বোধনী দিনে ৭ ফেব্রুয়ারি বাংলাদেশের প্রতিপক্ষ ওয়েস্ট ইন্ডিজ।
সংকটের সূত্রপাত মোস্তাফিজ ইস্যু থেকে। ৩ জানুয়ারি উগ্রবাদী গোষ্ঠীর হুমকির পর বিসিসিআই আইপিএল থেকে মোস্তাফিজকে বাদ দেয়। পরদিন বিসিবি আইসিসিকে জানায়, নিরাপত্তা পরিস্থিতি অনিশ্চিত হলে বাংলাদেশ ভারতে বিশ্বকাপ খেলবে না। এরপর থেকে বিসিবির অবস্থান অপরিবর্তিত রয়েছে।
অন্যদিকে, আইসিসি বলছে আইপিএল ঘটনা বিচ্ছিন্ন এবং বিশ্বকাপ নিরাপত্তার সঙ্গে সংশ্লিষ্ট নয়।
আপন দেশ/এসএস
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।




































