ছবি : আপন দেশ
রাজশাহীতে প্রতারণার অভিযোগে এক যুবককে গ্রেফতার করেছে অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।
মঙ্গলবার (২০ ডিসেম্বর) গণমাধ্যমকে এ তথ্য জানান সিআইডির বিশেষ পুলিশ সুপার জসীম উদ্দীন খান।
গ্রেফতারকৃত যুবকের নাম মো. শামীম ওসমান (২৯)। তাকে স্বরাষ্ট্র উপদেষ্টা মো. জাহাঙ্গীর আলম চৌধুরীর পরিচয় ব্যবহার করে রাজশাহীর জেলা প্রশাসককে (ডিসি) হোয়াটসঅ্যাপে বিভ্রান্তিকর তথ্য প্রদান ও অর্থ দাবির অভিযোগে গ্রেফতার করা হয়।
সিআইডির তথ্যমতে, গ্রেফতারকৃত ব্যক্তি নিজেকে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী পরিচয় দিয়ে রাজশাহীর জেলা প্রশাসককে হোয়াটসঅ্যাপ বার্তা পাঠান।
বার্তায় উল্লেখ ছিল, রাজশাহীতে কোনো আওয়ামী লীগের নেতাকর্মীকে গ্রেফতার করা যাবে না এবং আওয়ামী লীগ ছাড়া নির্বাচন হবে না। একই সঙ্গে তিনি জেলা প্রশাসকের কাছে মাসিক ‘কালেকশন’ সম্পর্কে জানতে চান। এছাড়া তার ব্যক্তিগত বিকাশ নম্বরে ১ লাখ টাকা পাঠানোর নির্দেশ দেন।
আরও পড়ুন <<>> গণসংযোগে কুড়িগ্রাম-২ আসনে এবি পার্টি প্রার্থী
বিষয়টি সন্দেহজনক মনে হওয়ায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তাৎক্ষণিকভাবে সিপিসি, সিআইডিকে অবহিত করে। প্রাপ্ত তথ্যের ভিত্তিতে সিপিসি, সিআইডির একটি বিশেষ দল তথ্যপ্রযুক্তির সহায়তায় দ্রুততম সময়ে প্রতারককে শনাক্ত করে।
সিআইডির তথ্যমতে, গ্রেফতারকৃত শামীম ওসমানের বিরুদ্ধে পূর্বেও একই ধরনের প্রতারণার অভিযোগ রয়েছে। অপরাধ বৃত্তান্ত পর্যালোচনায় জানা যায়, তিনি একজন পেশাদার প্রতারক এবং বিভিন্ন সময় সরকারি উচ্চপদস্থ কর্মকর্তার পরিচয়ে প্রতারণা করেছেন।
এছাড়া রাজশাহীর বাঘা থানায় তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা থাকায় আইনগত প্রক্রিয়া অনুসরণ করে তাকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
আপন দেশ/এসএস
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।




































