Apan Desh | আপন দেশ

‘ভারত হামলা করলে সৌদি আমাদের পাশে থাকবে’

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ১৫:৩৫, ২০ সেপ্টেম্বর ২০২৫

আপডেট: ১৬:১৬, ২০ সেপ্টেম্বর ২০২৫

‘ভারত হামলা করলে সৌদি আমাদের পাশে থাকবে’

পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা মুহম্মদ আসিফ। ছবি সংগৃহীত

ভবিষ্যতে ভারত যদি কখনও পাকিস্তানে হামলা করে, তাহলে ইসলামাবাদের পাশে থাকবে সৌদি আরব। এমন দবি করেছেন পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা মুহম্মদ আসিফ।

পাকিস্তানি সংবাদমাধ্যম জিও টিভিকে শুক্রবার (১৯ সেপ্টেম্বর) দেয়া এক সাক্ষাৎকার এ দাবি করেন তিনি।। সেখানে পাক প্রতিরক্ষামন্ত্রীকে প্রশ্ন করা হয়েছিল, ভবিষ্যতে ভারত যদি কখনও পাকিস্তানকে লক্ষ্য করে হামলা করে— তাহলে সম্প্রতি পাকিস্তান ও সৌদি আরবের মধ্যে স্বাক্ষরিত চুক্তির শর্ত মেনে ইসলামাবাদের পাশে রিয়াদ দাঁড়াবে কি না।

জবাবে খাজা মুহম্মদ আসিফ বলেন, ‘হ্যাঁ, অবশ্যই। এ ব্যাপারে কোনো সন্দেহ নেই। সৌদির সঙ্গে আমাদের স্বাক্ষরিত প্রতিরক্ষা চুক্তির ৫ নম্বর ধারায় ‘যৌথ প্রতিরক্ষা’-এর উল্লেখ আছে; এর অর্থ হলো, চুক্তির অংশীদার কোনো দেশের ওপর যদি হামলা হয়— তাহলে তা চুক্তিতে স্বাক্ষরকারী সব দেশের ওপর হামলা বলে বিবেচনা করা হবে।

আরওপড়ুন<<>>বাংলাদেশসহ ৯ দেশের ওপর আরব আমিরাতের ভিসা নিষেধাজ্ঞা

তিনি বলেন, আমাদের এ চুক্তিটি ন্যাটোর আদলে তৈরি করা হয়েছে। অর্থাৎ, এটি প্রতিরক্ষামূলক, আক্রমণাত্মক নয়। কোনো দেশে হামলা বা আগ্রাসন চালানোর কোনো সুযোগ এখানে রাখা হয়নি। তবে যদি সৌদি আরব কিংবা পাকিস্তানের ওপর হামলা হয়, তাহলে আমরা সম্মিলিতভাবে তা প্রতিহত করব।

এর আগে বুধবার (১৭ সেপ্টেম্বর) পাকিস্তান ও সৌদি আরবের মধ্যে একটি প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষরিত হয়েছে। চুক্তির বক্তব্য ও শর্তগুলো এখনও প্রকাশ্যে আসেনি। তবে সৌদি সরকারের এক উচ্চপদস্থ কর্মকর্তা বলেছেন, আমরা পাকিস্তানের সঙ্গে এমন একটি বিস্তৃত প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষর করেছি, যেখানে সামরিক সংক্রন্ত সবকিছুই অন্তর্ভুক্ত। সূত্র: এনডিটিভি ওয়ার্ল্ড

আপন দেশ/এমএইচ

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়