Apan Desh | আপন দেশ

ভারতে অনলাইন জুয়া নিষিদ্ধে সংসদে বিল পাস

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ২১:৫৩, ২২ আগস্ট ২০২৫

আপডেট: ২২:৪৩, ২২ আগস্ট ২০২৫

ভারতে অনলাইন জুয়া নিষিদ্ধে সংসদে বিল পাস

ছবি: সংগৃহীত

ভারতে অনলাইন জুয়ায় আসক্ত হয়ে পড়ছে তরুণ সমাজ। এবার অনলাইন জুয়া ও গেমিংকে কেন্দ্র করে বাড়তে থাকা সামাজিক ও অর্থনৈতিক সমস্যার প্রেক্ষাপটে কঠোর অবস্থান নিয়েছে দেশটির কেন্দ্রীয় সরকার। অনলাইন জুয়াকে সম্পূর্ণ নিষিদ্ধ করে একটি বিস্তৃত বিল পাস করেছে ভারতের সংসদে।

নিষিদ্ধের আওতায় এসেছে তাস খেলা, পোকার এবং ফ্যান্টাসি স্পোর্টস প্ল্যাটফর্মগুলো। এ নিষেধাজ্ঞার ফলে ভারতজুড়ে অত্যন্ত জনপ্রিয় ফ্যান্টাসি ক্রিকেট অ্যাপগুলোর ভবিষ্যৎও অনিশ্চিত হয়ে পড়েছে।

বিশেষ করে ড্রিম ১১, যা ভারতের সবচেয়ে বড় ফ্যান্টাসি স্পোর্টস প্ল্যাটফর্ম এবং ২০২৩ সালের জুলাইয়ে তিন বছরের জন্য ভারতীয় জাতীয় ক্রিকেট দলের প্রধান স্পনসর হয়েছিল। দলের জার্সিতে বর্তমানে তাদের লোগোই রয়েছে।

আরওপড়ুন<<>>ইরানি তেল আমদানি: চীন-গ্রিসকে মার্কিন নিষেধাজ্ঞা

তবে এ বিষয়ে এখনও পর্যন্ত ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) কোনো আনুষ্ঠানিক ঘোষণা দেয়নি। বিসিসিআইয়ের সচিব দেবজিত সাইকি শুক্রবার (২২ আগস্ট) বলেছেন, যদি এটা অনুমোদিত না হয়, তাহলে আমরা কিছুই করব না। কেন্দ্রীয় সরকারের নীতিমালার প্রতি বিসিসিআই সম্পূর্ণভাবে অনুগত থাকবে।

এর আগে বৃহস্পতিবার (২১ আগস্ট) সংসদের দুই কক্ষেই প্রমোশন অ্যান্ড রেগুলেশন অব অনলাইন গেমিং বিল পাস হয়েছে। যা অনলাইন জুয়া গেম অফার, প্রচার বা অর্থায়নকে ফৌজদারি অপরাধ হিসেবে গণ্য করবে। এ অপরাধে দোষী সাব্যস্ত হলে সর্বোচ্চ পাঁচ বছরের কারাদণ্ড হতে পারে।

শুক্রবার ড্রিম-ইলেভেন তাদের ওয়েবসাইটে এক বিবৃতিতে জানিয়েছে, বিল পাস হওয়ার পর থেকে ক্যাশ গেম ও কনটেস্ট বন্ধ করে দেয়া হয়েছে। তবে পরবর্তী আপডেটের জন্য ভক্তদের অপেক্ষায় থাকতে বলা হয়েছে। যদিও আইন কার্যকর হওয়ার আগে এটি রাষ্ট্রপতির অনুমোদন পেতে হবে।

আপন দেশ/এমএইচ     

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়

শীর্ষ সংবাদ:

শেরপুরে সংঘর্ষের ঘটনায় সংশ্লিষ্ট ইউএনও-ওসিকে প্রত্যাহার পদ্মা সেচ প্রকল্প পুনরুজ্জীবিত করার প্রতিশ্রুতি তারেক রহমানের পডকাস্টে আগামীর বাংলাদেশের রোডম্যাপ শোনাবেন তারেক রহমান তারেক রহমান উত্তরবঙ্গ সফরে যাচ্ছেন আজ আরও ১৩ নেতা এনসিপি ছাড়লেন ১২ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায় তেহরানের প্রতি কূটনৈতিক চাপ বাড়ানোর বার্তা ট্রাম্পের ছাদখোলা বাসে ঘরে ফিরবেন সাবিনারা ভরিতে ১৬২১৩ টাকা বাড়িয়ে রেকর্ড দাম নির্ধারণ শীত নিয়ে আবহাওয়া অফিসের নতুন বার্তা জামায়াত কর্মীর নিহতের ঘটনায় সরকারের বিবৃতি ই-ভ্যাট সিস্টেমের সেবা সাময়িক বন্ধ থাকবে জরুরি প্রয়োজন ছাড়া বাংলাদেশ ভ্রমণে যুক্তরাজ্যের সতর্কবার্তা