Apan Desh | আপন দেশ

ইরানি তেল আমদানি: চীন-গ্রিসকে মার্কিন নিষেধাজ্ঞা

আন্তর্জাতিক ডেস্ক    

প্রকাশিত: ১১:৩১, ২২ আগস্ট ২০২৫

ইরানি তেল আমদানি: চীন-গ্রিসকে মার্কিন নিষেধাজ্ঞা

ছবি সংগৃহীত

নিষেধাজ্ঞা উপেক্ষা করে ইরানি তেল আমদানি করায় চীন ও গ্রিসের কোম্পানির বিরুদ্ধে পদক্ষেপ নিলো যুক্তরাষ্ট্র। মার্কিন পররাষ্ট্র দফতর ও ট্রেজারি ডিপার্টমেন্ট একযোগে এ নিষেধাজ্ঞা কার্যকর করেছে। 

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দফতর জানায়, ইরান থেকে ‘লক্ষ লক্ষ ব্যারেল’ অপরিশোধিত তেল আমদানি করার অভিযোগে চীনের দু’টি তেল টার্মিনাল অপারেটর কোম্পানির বিরুদ্ধে নিষেধাজ্ঞা কার্যকর করা হয়েছে। একইসঙ্গে ইরানি তেল বহনে ব্যবহৃত একাধিক ট্যাংকারকেও এ নিষেধাজ্ঞার আওতায় আনা হয়।

অন্যদিকে, ট্রেজারি ডিপার্টমেন্টের পক্ষ থেকে গ্রিক নাগরিক অ্যান্টোনিওস মার্গারিটিস ও তার নেটওয়ার্কভুক্ত কোম্পানি এবং জাহাজগুলোর বিরুদ্ধে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। অভিযোগ, শিপিং শিল্পে নিজের অবস্থানকে কাজে লাগিয়ে ইরানি পেট্রোলিয়াম আমদানি করেছেন তিনি। ইরানি তেল রফতানিতে সহায়তা করার অভিযোগে আরও কয়েকটি ভেসেল ও অপারেটর কোম্পানিকেও নিষেধাজ্ঞার আওতায় আনা হয়।

যুক্তরাষ্ট্র দাবি করে, ইরানের তেল রফতানির মাধ্যমে অর্জিত আয় দেশটির অত্যাধুনিক অস্ত্র কর্মসূচিতে ব্যয় হয়। ট্রেজারি সেক্রেটারি স্কট বেসেন্ট এক বিবৃতিতে দাবি করেন, এ পদক্ষেপগুলি ইরানের অত্যাধুনিক অস্ত্র কর্মসূচি অর্থায়ন, সন্ত্রাসী গোষ্ঠীগুলিকে সমর্থন এবং আমাদের সৈন্যদের ও আমাদের মিত্রদের নিরাপত্তাকে হুমকির মুখে ফেলার ক্ষমতাকে খর্ব করে।

যুক্তরাষ্ট্রের ইরান বিরোধী নিষেধাজ্ঞা তীব্র হওয়া সত্ত্বেও গত কয়েক মাসে ইরানের প্রধান আমদানিকারক দেশে তেল রফতানি অব্যাহত রয়েছে বলে পরিসংখ্যানে জানা গেছে।

আপন দেশ/জেডআই

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়