Apan Desh | আপন দেশ

ভারতের ওপর আরও শুল্ক আরোপের হুমকি ট্রাম্পের

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ২২:২৭, ৪ আগস্ট ২০২৫

আপডেট: ২২:২৮, ৪ আগস্ট ২০২৫

ভারতের ওপর আরও শুল্ক আরোপের হুমকি ট্রাম্পের

ডোনাল্ড ট্রাম্প-নরেন্দ্র মোদী। ফাইল ছবি

রাশিয়া থেকে তেল কেনার কারণে ভারতের ওপর আরও শুল্ক বাড়ানোর কথা জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

সামাজিক মাধ্যম ট্রুথ সোশ্যালে দেয়া এক পোস্টে মার্কিন প্রেসিডেন্ট বলেছেন, ভারত কেবল বিপুল পরিমাণে রাশিয়ান তেল কিনছে না, বরং তারা ক্রয়কৃত তেলের বেশিরভাগ অংশ বড় লাভের বিনিময়ে খোলা বাজারে বিক্রি করছে।

তিনি বলেন, রাশিয়ান যুদ্ধযন্ত্রের হাতে ইউক্রেনের কত মানুষ মারা যাচ্ছে, তারা (ভারত) তাদের পরোয়া করে না। এসবের কারণেই ভারতের ওপর শুল্ক ‘উল্লেখযোগ্যভাবে’ বাড়ানো হবে। তবে এ শুল্ক বা শুল্ক হার কী হবে, সে সম্পর্কে বিস্তারিত কিছু বলেননি ট্রাম্প।

আরওপড়ুন<<>>ইয়েমেন উপকূলে নৌকা ডুবে ৬৮ জনের মৃত্যু

তিনি আরও জানান, বিশ্বের পঞ্চম বৃহত্তম অর্থনীতির দেশটিকেও একটি অনির্দিষ্ট জরিমানার সম্মুখীন হতে হবে, তবে বিস্তারিত কিছু বলেননি।

এদিকে ভারত সরকারের দুটি সূত্র বার্তা সংস্থা রয়টার্সকে জানিয়েছে, ট্রাম্পের হুমকি সত্ত্বেও ভারত রাশিয়া থেকে তেল কেনা অব্যাহত রাখবে। যদিও বিষয়টির সংবেদনশীলতার কারণে সূত্রগুলো তাদের পরিচয় প্রকাশ করতে চায়নি।

এর আগে, গত সপ্তাহে ট্রাম্প বলেছিলেন যে তিনি ভারত থেকে আমদানি করা পণ্যের ওপর ২৫% শুল্ক আরোপ করবেন। 

আপন দেশ/এমএইচ

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়