Apan Desh | আপন দেশ

‘কয়েক সপ্তাহের মধ্যে পারমাণবিক অস্ত্র তৈরি করতে পারে ইরান’

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ১৭:১০, ২১ জুন ২০২৫

আপডেট: ১৭:১২, ২১ জুন ২০২৫

‘কয়েক সপ্তাহের মধ্যে পারমাণবিক অস্ত্র তৈরি করতে পারে ইরান’

তুলসী গ্যাবার্ড

ইরান যেকোনো মুহূর্তে পারমাণবিক অস্ত্র প্রস্তুত করতে পারে। যুক্তরাষ্ট্রের কাছে এমন তথ্য আছে যা থেকে ধারণা করা যায় যে, ইরান চাইলে কয়েক সপ্তাহের মধ্যে পারমাণবিক অস্ত্র তৈরি করতে পারে। এমন মন্তব্য করেছেন, মার্কিন জাতীয় গোয়েন্দা পরিচালক তুলসী গ্যাবার্ড।

শনিবার (২১ জুন) সামাজিক মাধ্যম এক্স হ্যান্ডেলে (সাবেক টুইটার) এক পোস্টে এ মন্তব্য করেন তিনি।

গত মার্চ মাসে সিনেট কমিটির শুনানিতে দেয়া বক্তব্য শেয়ার করে তুলসি লিখেছেন, আমেরিকার কাছে এমন তথ্য রয়েছে, যার ভিত্তিতে বলা যায়—ইরান চাইলে কয়েক সপ্তাহ বা মাসের মধ্যে পারমাণবিক অস্ত্র প্রস্তুত করতে পারে। প্রেসিডেন্ট ট্রাম্প বলেছেন, এটা হতে দেয়া যাবে না, আমি এতে একমত।

আরওপড়ুন<<>>ইরানের পারমাণবিক স্থাপনায় হামলা, কুদস ফোর্সের কমান্ডার নিহত

তিনি আরও বলেন, সেসময় গণমাধ্যমে তার বক্তব্য ভুলভাবে উপস্থাপন করা হয়েছিল। এতে করে ট্রাম্পের সঙ্গে তার বিভাজন সৃষ্টির চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ করেন মার্কিন এ গোয়োন্দা পরিচালক।

এর আগে, তুলসী গ্যাবার্ড সম্প্রতি জানিয়েছিলেন, ইরান বর্তমানে কোনো পারমাণবিক অস্ত্র তৈরি করছে না। তার সেই ধারণা ভুল ছিল বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

তুলসি গ্যাবার্ড এমন এক সময়ে এ কথা বললেন, যখন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দুবার বলেছেন, মিসেস গ্যাবার্ড ইরানের উদ্দেশ্য নিয়ে ভুল বলছেন। 

আপন দেশ/এমএইচ

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়