Apan Desh | আপন দেশ

চিত্রনায়িকা পপিকে আইনি নোটিশ

বিনোদন প্রতিবেদক

প্রকাশিত: ১৯:২৫, ২৬ নভেম্বর ২০২৫

চিত্রনায়িকা পপিকে আইনি নোটিশ

ফাইল ছবি

চিত্রনায়িকা সাদিকা পারভিন পপিকে আইনি নোটিশ পাঠিয়েছেন তার এক আত্মীয়। নোটিশে এ নায়িকার বিরুদ্ধে একটি বেসরকারি টেলিভিশন স্টেশনে ‘মানহানিকর’ বক্তব্য দেয়ার অভিযোগ আনা হয়েছে। 

বুধবার (২৬ নভেম্বর) খুলনার বাসিন্দা মো. তারেক আহমেদ চৌধুরীর পক্ষে এ নোটিশ পাঠান সুপ্রিম কোর্টের আইনজীবী মো. ইলিয়াছ আলী মণ্ডল। পপির খুলনা ও ঢাকার ঠিকানায় রেজিস্টার্ড ডাকযোগে নোটিশটি পাঠানো হয়।

নোটিশে জানানো হয়, গত ২১ নভেম্বর ‘সময় টেলিভিশনে’ মো. তারেক আহমেদ চৌধুরীর বিরুদ্ধে মিথ্যা ও মানহানিকর অভিযোগ করেছেন পপি। নোটিশ দেয়ার সাত দিনের মধ্যে সময় টিভিতে ক্ষমা প্রার্থনা করতে এবং একই সঙ্গে জনসমক্ষে এ ধরনের বক্তব্য দেয়া থেকে বিরত থাকতে বলা হয়েছে। তা নাহলে এ নায়িকার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে। 

আরও পড়ুন<<>>অর্থ আত্মসাতের অভিযোগ নিয়ে ব্যাখা দিলেন তানজিন তিশা

নোটিস আইনজীবী মো. ইলিয়াছ আলী মণ্ডল গণমাধ্যমকে বলেন, তারেক আহমেদ চৌধুরী ঢাকায় একটি আর্থিক প্রতিষ্ঠানে সর্বোচ্চ পদে আছেন। চিত্রনায়িকা পপির চাচা প্রয়াত মিয়া কবির হোসেনের জামাতা হলেন তারেক আহমেদ চৌধুরী। বৈবাহিক সূত্রে তার সঙ্গে পপির আত্মীয়তার সম্পর্ক।

নোটিশে বলা হয়, একটি সম্পত্তি নিয়ে তাদের পারিবারিক বিরোধ রয়েছে। ওই সম্পত্তিটি সাদিকা পারভিন পপির প্রয়াত চাচার মালিকানাধীন ছিল। যা একটি বৈধ হেবা দলিলের মাধ্যমে তারেক আহমেদ চৌধুরীর স্ত্রী এবং তার মাকে উপহার হিসেবে প্রদান করা হয়। তারা আইনগতভাবে ওই সম্পত্তির মালিক হন। আমার মক্কেল ওই সম্পত্তির কোনো আইনগত উত্তরাধিকারী নন এবং ওই সম্পত্তির ওপর তার কোনো দখল, মালিকানা বা আইনি স্বার্থ নেই। সম্পত্তিটির হস্তান্তর ও বণ্টন সম্পূর্ণরূপে ওই হেবা দলিল ও প্রযোজ্য উত্তরাধিকার আইনের অধীন পরিচালিত হয়। আমার মক্কেলের সঙ্গে ওই সম্পত্তিগত বিরোধের কোনো আইনগত বা বাস্তবিক সম্পর্ক না থাকা সত্ত্বেও নোটিশ গ্রহীতা গত ২১ নভেম্বর প্রচারিত সময় টিভির অনুষ্ঠানে আমার মক্কেলের বিরুদ্ধে সম্পূর্ণ মিথ্যা ও মানহানিকর অভিযোগ করেছেন এবং তা প্রকাশ করেছেন।

সময় টিভিতে পপি বলেছেন, আমার মক্কেল তাকে তার নিজ এলাকায় চলাফেরায় বাধা দিচ্ছেন এবং তাকে ওই সম্পত্তিতে তার অংশ থেকে বঞ্চিত করার উদ্দেশ্যে এমনটি করছেন। পপির ধারাবাহিক, বিদ্বেষমূলক ও ভিত্তিহীন জনসমক্ষে প্রদত্ত অভিযোগগুলো তারেক আহমেদ চৌধুরীর পেশাগত অবস্থান ও নৈতিক সুনামকে গুরুতরভাবে হুমকির মুখে ফেলছে এবং ক্ষতিগ্রস্ত করছে।

পপিকে দেয়া নোটিশে বলা হয়, আপনি অবিলম্বে আমার মক্কেলের বিরুদ্ধে টিভি বা অন্য কোনো জনসমক্ষে মিথ্যা ও মানহানিকর বক্তব্য প্রদান থেকে বিরত থাকবেন। যে টিভি চ্যানেলে অভিযোগ প্রচারিত হয়েছিল একই সময় টিভি চ্যানেলে প্রকাশ্যে ক্ষমা প্রার্থনা করবেন। স্পষ্টভাবে উল্লেখ করবেন যে আমার মক্কেলের বিরুদ্ধে আপনার অভিযোগগুলো সম্পূর্ণ অসত্য ও ভিত্তিহীন ছিল। এছাড়া আপনি ওই সম্পত্তি সংক্রান্ত কোনো বিষয়ে আমার মক্কেলকে আর সম্পৃক্ত করবেন না। কারণ ওই বিষয়ে তার কোনো আইনগত অবস্থান বা সম্পৃক্ততা নেই।

নোটিশটি দেয়ার তারিখ থেকে সাত দিনের মধ্যে উপরোক্ত নির্দেশগুলো পালন করতে ব্যর্থ হলে পপির বিরুদ্ধে যথাযথ ফৌজদারি আইনগত ব্যবস্থা গ্রহণ করতে বাধ্য হবেন। যার মধ্যে মানহানি মামলা দায়ের ও তার ব্যক্তিগত ও পেশাগত সুনামে সৃষ্ট ক্ষতির জন্য উপযুক্ত ক্ষতিপূরণ দাবি করাসহ সব আইনানুগ প্রতিকার অন্তর্ভুক্ত থাকবে বলে নোটিশে উল্লেখ করা হয়।

আপন দেশ/এসআর

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়