ফাইল ছবি
অভিনেত্রী তানজিন তিশার বিরুদ্ধে অগ্রিম টাকা ফেরত না দেয়ার অভিযোগ তুলেছেন ভারতীয় প্রযোজক সরিফুল ধাবক। এ অভিযোগের বিষয়ে মঙ্গলবার (২৫ নভেম্বর) নিজের ভেরিফায়েড ফেসবুক পোস্টে এক বিবৃতি দিয়েছেন তিনি।
পোস্টে তিনি লেখেন, সাম্প্রতিক সময়ে ভারতীয় পরিচালক এম এন রাজের সঙ্গে 'ভালোবাসার মরশুম' সিনেমাটি করার কথা ছিল। এ বিষয়ে সামাজিক মাধ্যমে কিছু ভুল তথ্য ছড়িয়েছে। বিষয়টি আমার নজরে এসেছে। তথ্যগুলো সম্পূর্ণ মিথ্যা ও রটানো। প্রথমত সিনেমাটি সাইন করার সময় আইনজীবীর মাধ্যমে চুক্তিপত্রে স্বাক্ষর করা হয়। সেখানে পরিস্কারভাবে উল্লেখ ছিল, আমার বিদেশ ভ্রমণ সম্পর্কিত যাবতীয় দায়িত্ব ডিরেক্টর এবং প্রডিউসারের। অর্থাৎ ভিসা করানো, ফ্লাইটের জন্য টিকেট এবং সেখানে থাকা খাওয়ার সকল দায় দায়িত্ব তাদের।
তিনি আরও লেখেন, কিন্তু দুর্ভাগ্যজনক ব্যাপার তারা আমার ভিসা করিয়ে দিতে পারেনি। এমনকি ব্যক্তিগত চেষ্টার পরও ভিসা প্রক্রিয়া সম্পন্ন করতে পারিনি। চুক্তিপত্র অনুযায়ী যেহেতু ভিসা ডিরেক্টরের দায়িত্ব, তাই এর জন্য আইন অনুযায়ী আমার কোনও দায় হতে পারে না। এটি ডিরেক্টরের ব্যর্থতা।
আরও পড়ুন<<>>ব্ল্যাক ড্রামায় মুগ্ধতা ছড়ালেন সুনেরাহ
ওইসময়ে ২ মাস ভিসার জন্য অপেক্ষা করার পরও ভিসা হয়নি। ফলে এর মধ্যে অন্য একজনকে আমার সঙ্গে চুক্তিবদ্ধ রুলের জন্য ইনক্লুড করে এবং তাকে দিয়ে অভিনয় করায়। পরবর্তীতে আমি বাংলাদেশের একটি সিনেমাতে চুক্তিবদ্ধ হই। বর্তমানে সেটির শুটিং চলমান।
পোস্টে এ অভিনেত্রী বলেন, একটি সিনেমা আমার পেশাগত সম্মানের একটি জায়গা। যা আমি কখনও নষ্ট করতে চাইনি বা চাইবো না। কিন্তু যেহেতু পরিচালকের ব্যর্থতার জন্য শিডিউল অনুযায়ী কাজ শুরু করতে পারেনি এবং নতুন একজনকে চুক্তিবদ্ধ করে নিয়েছে তাই বাধ্য হয়েই সেখান থেকে সরে আসতে হয়েছে। কিন্তু লাইন প্রোডিউসার শরিফ এখন একবার আমাকে বলছে এক-তৃতীয়াংশ টাকা ফেরত দিতে। আবার আমার আইনজীবীকে বলছে কিছু টাকা ফেরত দিলেই হবে। এছাড়া সাংবাদিকদের ভুল তথ্য দিয়ে ক্যারিয়ারের ক্ষতিগ্রস্ত করে অর্থ হাতিয়ে নেয়ার চেষ্টা করছে। যা একটি অপচেষ্টা মাত্র।
সবশেষে তিনি লেখেন, চুক্তিপত্রে ডিরেক্টর ভুলের কারণে কোনও সমস্যা হলে টাকা ফেরত দিতে হবে এমন কোন ক্লজ নেই। আমি আইনের প্রতি শ্রদ্ধাশীল একজন মানুষ। আইন-আদালতে যদি তারা প্রমাণ করতে পারে যে আমি টাকা ফেরত দিতে বাধ্য এবং আদালত এমন নির্দেশনা দিলে টাকা ফেরত দিব। পোস্টে সাংবাদিকদের সবটা জেনে সত্য প্রকাশ করা কথাও বলেন তিনি।
আপন দেশ/এসআর
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।



































