Apan Desh | আপন দেশ

‘আধখানা ডিমের জন্য ঝগড়া করতে দেখেছি’

বিনোদন ডেস্ক

প্রকাশিত: ২২:৩৬, ২০ সেপ্টেম্বর ২০২৫

‘আধখানা ডিমের জন্য ঝগড়া করতে দেখেছি’

শ্রীলেখা মিত্র। ছবি সংগৃহীত

কবে শুরু হবে, কে থাকছেন, কেউ জানে না। তার পরেও স্টার জলসার জনপ্রিয় রিয়েলিটি শো ‘বাংলা বিগ বস’ নিয়ে জল্পনা-কল্পনার অন্ত নেই। চলতি বছরের জুলাইয়ে শোনা গিয়েছিল, এবারের আসর সঞ্চালনা করবেন সৌরভ গঙ্গোপাধ্যায়।

পাশাপাশি প্রতিযোগীদের সম্ভাব্য তালিকায় নাম উঠে এসেছিল নীল ভট্টাচার্য, তৃণা সাহা এবং সুদীপ্তা বন্দ্যোপাধ্যায়ের। এবার সে তালিকায় নতুন করে যুক্ত হয়েছে জনপ্রিয় দুই তারকা শ্রীলেখা মিত্র ও সৌরভ দাসের নাম।

শ্রীলেখার কাছে কি চ্যানেলের তরফ থেকে কোনও আমন্ত্রণ এসেছে? প্রশ্ন করেছিল ভারতীয় গণমাধ্য আনন্দবাজার ডটকম। পরিচালক-অভিনেত্রীর কথায়, আমন্ত্রণ দূরের কথা, এ রকম গুঞ্জনও কানে আসেনি। তার পরেই হাসতে হাসতে শ্রীলেখা বলেছেন, ওখানে থাকতে গেলে খুব ঝগড়া করতে হয়। ওটা আবার আমি একেবারেই পারব না। বরং বেশি দিন ওই ঘরে থাকলে মাথাখারাপ হয়ে যাবে!

আরওপড়ুন<<>>শবনম ফারিয়ার স্বামীকে নিয়ে যা বললেন পিয়া জান্নাতুল 

‘বিগ বস’-এর প্রতিযোগী হিসেবে নিজের তিক্ত অভিজ্ঞতার কথা বলতে গিয়ে এ অভিনেত্রী আরও বলেন, আধখানা ডিমের জন্য প্রতিযোগীদের ঝগড়া করতে দেখেছি, আমার মায়া হয়েছিল। তাই নিজের টাকায় সেরা ইলিশ মাছ কিনে নিয়ে গিয়েছিলাম। ইলিশ মাছ নিয়ে যাওয়ায় ওখানকার এক প্রতিযোগী আমার নামে খুব কুৎসা গেয়েছিলেন।

উল্লেখ্য, ২০১৫ সালে হিন্দি ‘বিগ বস’-এর আদলে বাংলায় প্রথম শুরু হয় প্রতিযোগিতামূলক এ অনুষ্ঠান। সে বছর সঞ্চালনায় ছিলেন মিঠুন চক্রবর্তী। দ্বিতীয় পর্বে সঞ্চালনার দায়িত্বে আসেন অভিনেতা জিৎ। তবে এ অনুষ্ঠানে শ্রীলেখা মিত্রর উপস্থিতি নিয়ে এখনও কোনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি।

আপন দেশ/এমএইচ

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়