Apan Desh | আপন দেশ

শবনম ফারিয়ার স্বামীকে নিয়ে যা বললেন পিয়া জান্নাতুল

বিনোদন ডেস্ক

প্রকাশিত: ২০:৩৫, ২০ সেপ্টেম্বর ২০২৫

শবনম ফারিয়ার স্বামীকে নিয়ে যা বললেন পিয়া জান্নাতুল

ছবি: সংগৃহীত

দ্বিতীয় বার বিয়েরে পিঁড়িতে বসেছেন ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী ও মডেল শবনম ফারিয়া। প্রথম স্বামীর সঙ্গে ডিভোর্সের প্রায় পাঁচ বছর পর ফের বিয়ে পিঁড়িতে বসলেন এ অভিনেত্রী।

গণমাধ্যমে নিজেই বিয়ের বিষয়টি নিশ্চিত করেছেন শবনম ফারিয়া। শুক্রবার (১৯ সেপ্টেম্বর) বাদ আসর দুই পরিবারের উপস্থিতিতে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।

এদিকে, বিয়ের পর সামাজিক যোগাযোগ মাধ্যমে নেটিজেন থেকে শুরু শবনমের কাছের মানুষেরা তাকে অভিনন্দন জানিয়েছেন। মডেল ও অভিনেত্রী পিয়া জান্নাতুল এক পোস্টে ফারিয়াকে অভিনন্দন জানিয়ে বলেন, ফারিয়া তুমি সত্যিই জিতেছো তানজিমকে পেয়ে।

ফারিয়ার সঙ্গে একগুচ্ছ ছবি পোস্ট করে ক্যাপশনে লিখেছেন, বিবাহিত জীবনে স্বাগতম, ফারিয়া ও তানজিম। গত কয়েক মাসে আমি দেখেছি, তানজিম ফারিয়ার প্রতি কী সম্মান দেখায়। প্রিয়ার কথায়, ‘ফারিয়ার ব্যাগ বা ওড়না কোনো দ্বিধা ছাড়াই বহন করে তানজিম, যখনই প্রয়োজন হয় তখনই পাশে থাকে।

আরওপড়ুন<<>>দ্বিতীয় বিয়ে করলেন শবনম ফারিয়া, পাত্র কে?

ফারিয়া তুমি সত্যিই জিতেছ তানজিমকে পেয়ে উল্লেখ করে মডেল প্রিয়া জান্নাতুল আরও বলেন, আমার কাছে ভালোবাসা মানে হলো সম্মান, আর ফারিয়া, তুমি সত্যিই জিতেছো তানজিমকে পেয়ে। তোমাদের দু’জনের জীবনে থাকুক অফুরন্ত ভালোবাসা, হাসি আর সুখের মুহূর্ত।

জানা যায়, শনবনয় ফারিয়ার স্বামী তানজিম তৈয়ব রাজশাহীর ছেলে। অস্ট্রেলিয়ার ইউনিভার্সিটি অব সাউথ ওয়েলস থেকে ফিন্যান্সিয়াল ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতকোত্তর সম্পন্ন করেছেন। বর্তমানে তিনি বাংলাদেশের একটি শীর্ষস্থানীয় বেসরকারি ব্যাংকে অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট হিসেবে কর্মরত রয়েছেন।

উল্লেখ্য, শবনম ফারিয়া ক্যারিয়ার শুরু করেছিলেন মডেল হিসেবে। পরে অভিনয়ে যুক্ত হয়ে একক ও ধারাবাহিক নাটকে ব্যাপক জনপ্রিয়তা পান। অনম বিশ্বাস পরিচালিত ‘দেবী’ সিনেমার মাধ্যমে বড় পর্দায়ও অভিষেক হয় তার।  ২০১৮ সালে ভালোবেসে বিয়ে করেছিলেন হারুনুর রশীদ অপুকে। প্রথম স্বামী তখন একটি বেসরকারি বিপণন সংস্থার জ্যেষ্ঠ ব্যবস্থাপক হিসেবে কর্মরত ছিলেন। বিয়ের ঠিক এক বছর ৯ মাসের মধ্যে বিচ্ছেদ ঘটে শবনম ফারিয়ার। অপুকে ২০২০ সালের ২৭ নভেম্বর ডিভোর্স দেন তিনি।

আপন দেশ/এমএইচ

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়