কোমরে বিছা-শাড়ি পরে মুগ্ধতা ছড়ালেন রুনা
কালো রঙের ব্লাউজের সঙ্গে সাদা রঙের সুতি শাড়ি পরেছেন অভিনেত্রী রুনা খান। কোমরে বিছা, কানে ঝুমকা, খোপায় গোঁজা ফুল। মুখে প্রাণভরা হাসি, যা থেকে ঠিকরে পড়ছে স্নিগ্ধতা। নিজের ফেসবুকে বেশ ক’টি ছবি পোস্ট করেছেন রুনা খান। তাতে এমন দৃশ্য দেখা যায়।
০১:৫৮ পিএম, ৪ জুন ২০২৪ মঙ্গলবার