Apan Desh | আপন দেশ

জোর করে অন্তরঙ্গ দৃশ্য, কারণ জানাল অভিনেত্রী

বিনোদন ডেস্ক

প্রকাশিত: ১৬:৪৬, ১৮ সেপ্টেম্বর ২০২৫

জোর করে অন্তরঙ্গ দৃশ্য, কারণ জানাল অভিনেত্রী

তামিল অভিনেত্রী মোহিনী। ছবি সংগৃহীত

তামিল ফিল্ম ইন্ডাস্ট্রির নব্বই দশকের জনপ্রিয় অভিনেত্রী মোহিনী। দীর্ঘদিন ধরেই পর্দায় নিয়মিত নন এ অভিনেত্রী। সবশেষ ২০১১ সালে মালায়ালাম রাজনৈতিক অ্যাকশন থ্রিলার ‘কালেক্টর’ সিনেমায় দেখা গিয়েছিল তাকে।

সম্প্রতি দীর্ঘ ক্যারিয়ারের এক তিক্ত অভিজ্ঞতার কথা জানিয়েছেন মোহিনী। ১৯৯৪ সালের ‘কানমানি’ সিনেমায় নিজের ইচ্ছার বিরুদ্ধে জোরপূর্বক ঘনিষ্ঠ দৃশ্যে অভিনয় করতে বাধ্য করা হয়েছিল বলে জানিয়েছেন এ তামিল অভিনেত্রী।

আভল বিকাটানকে দেয়া এক সাক্ষাৎকারে মোহিনী জানিয়েছেন, নির্মাতা সেলভামনি পরিকল্পনা করেছিলেন একটি সাঁতারের পোশাকের দৃশ্য ধারণ করতে। কিন্তু এতে তিনি এতটাই অস্বস্তি বোধ করেছিলেন যে, একপর্যায়ে কান্নায় ভেঙে পড়েন এবং দৃশ্যটি করতে অসম্মতি জানান। শুধু তাই নয়, তার এমন সিদ্ধান্তের কারণে কয়েক ঘণ্টা শুটিংও বন্ধ ছিল।

আরওপড়ুন<<>>আত্মহত্যার চেষ্টা করেছিলেন রাভিনা, নেপথ্যে যে নায়ক

এ অভিনেত্রী আরও বলেন, তখন আমি সাঁতারই জানতাম না। আবার অর্ধ-পোশাকে পুরুষ প্রশিক্ষকের সামনে কীভাবে শিখব? সে সময় নারী প্রশিক্ষক পাওয়া যেত না বললেই চলে। এ কারণে ওই দৃশ্য করার কথা ভাবতেও পারিনি। পরে বাধ্য হয়েই সেটি করেছি। একপর্যায়ে সিনেমার প্রযোজনা যেন বন্ধ হয়ে না যায়, সে জন্য দৃশ্যটি শেষ করেন তিনি। পরে পুনরায় যখন একই ধরনের দৃশ্যের শুটিং করার জন্য অনুমতি চাওয়া হয়, তখন স্পষ্টতভাবেই না করে দেন মোহিনী।

এ তারকার ভাষ্যমতে, আমি বলেছিলাম- এটি তোমাদের সমস্যা, আমার নয়। আগে যেমন জোর করে করিয়েছিল, তেমনটি আর সম্ভব হবে না। তার দাবি, কানমানি’ই একমাত্র সিনেমা, যেখানে নিজের ইচ্ছার বিরুদ্ধে অতিরিক্ত গ্ল্যামারসরূপে পর্দায় নিজেকে উপস্থাপন করেছিলেন তিনি।

কামিনী অভিনীত উল্লেখযোগ্য সিনেমার মধ্যে রয়েছে- ‘চিন্না মরুমাগাল’, ‘আদিত্য ৩৬৯’, ‘হিটলার’, ‘ইনাথে চিন্তা বিষয়ম’, ‘ওরু মরাভাথুর কানাভু’, ‘থায়াগম’ ও ‘নিশব্দা’। সূত্র: টাইমস অব ইন্ডিয়া।

আপন দেশ/এমএইচ
 

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়