Apan Desh | আপন দেশ

আত্মহত্যার চেষ্টা করেছিলেন রাভিনা, নেপথ্যে যে নায়ক

বিনোদন ডেস্ক

প্রকাশিত: ১৯:০৪, ১৭ সেপ্টেম্বর ২০২৫

আপডেট: ১৯:০৪, ১৭ সেপ্টেম্বর ২০২৫

আত্মহত্যার চেষ্টা করেছিলেন রাভিনা, নেপথ্যে যে নায়ক

রাভিনা ট্যান্ডন। ছবি সংগৃহীত

নব্বইয়ের দশকে বলিউডে ব্যাপক জনপ্রিয়তা পেয়েছিল টিপ টিপ বারসা পানি গানটি। আর সে গানের ভিডিওতে বলি খিলাড়িখ্যাত অভিনেতা অক্ষয় কুমার ও অভিনেত্রী রাভিনা ট্যান্ডনের রোমান্সে মেতেছিলেন দর্শকরা।

শুধু তা-ই নয়, ভেজা হলুদ শাড়িতে রাভিনার উচ্ছল যৌবনে কাত হয়েছিলেন তরুণরা। রাতারাতি এ অভিনেত্রীর ফ্যান বেড়ে গিয়েছিল কয়েক গুণ।

সে সময় চুটিয়ে প্রেমও করছিলেন অক্ষয়-রাভিনা। কিন্তু সে প্রেমের সমাপ্তি হয় বেদনার চোরাস্রোতে। যা নিয়ে বলিউড ইন্ড্রাস্টিজে এখনও আলোচনা হয়। সে সময়ের এক ঘটনা আজও নাড়া দিয়ে যায় রাভিনাকে।

আরওপড়ুন<<>>অভিনেত্রীকে ৯ ঘণ্টা জেরা, অত:পর...

তাদের প্রেমের খবরে যখন গোটা বলিউড উত্তাল, ঠিক সে সময় ‘খিলাড়িও কা খিলাড়ি’ সিনেমার সময় অভিনেত্রী রেখার নজর যায় অক্ষয়ের দিকে। অক্ষয়কে সে সময় চোখে হারাতেন রাভিনা। তখন রেখাকে অক্ষয়ের থেকে দূরে থাকতে বলেছিলেন তিনি। কিন্তু হঠাৎই অক্ষয় ও রাভিনার প্রেমে লাগে কুনজর। রাতারাতি রাভিনার সঙ্গে ব্রেকআপ করলেন অক্ষয় কুমার।

জানা গেছে, এর পরই নাকি ঘুমের ওষুধ খেয়ে আত্মহত্যার চেষ্টা করেছিলেন রাভিনা ট্যান্ডন। বেশ কিছু দিন হাসপাতালে ভর্তি ছিলেন এ অভিনেত্রী। তবে এ খবরকে বরাবরই গুঞ্জন বলে উড়িয়ে দেন রাভিনা।

রাভিনা বলেন, আত্মহত্যা নয়, বরং ডায়রিয়া হয়েছিল তার। তবে এ ভলি অভিনেত্রীর ঘনিষ্ঠরা আত্মহত্যার খবরকেই সিলমোহর দিয়েছেন বহুবার।

আপন দেশ/এমএইচ

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়