Apan Desh | আপন দেশ

লেহেঙ্গায় আবেদনময়ী লুকে মুগ্ধতা ছড়ালেন শ্রাবন্তী

বিনোদন ডেস্ক

প্রকাশিত: ১৮:৫২, ২৪ আগস্ট ২০২৫

আপডেট: ১৮:৫৬, ২৪ আগস্ট ২০২৫

লেহেঙ্গায় আবেদনময়ী লুকে মুগ্ধতা ছড়ালেন শ্রাবন্তী

শ্রাবন্তী চ্যাটার্জি

কলকাতার জনপ্রিয় নায়িকা শ্রাবন্তী চ্যাটার্জি। আসছে দুর্গাপূজায় মুক্তি পাচ্ছে এ অভিনেত্রীর নতুন সিনেমা ‘দেবী চৌধুরানী’। ইতোমধ্যে সিনেমাটির টিজার মুক্তি পেয়েছে। বর্তমানে এ সিনেমা ঘিরেই শ্রাবন্তীর ব্যস্ততা।

তবে ব্যস্ততার ফাঁকে সামাজিক মাধ্যমেও বেশ সক্রিয় ওপার বাংলার নায়িকা শ্রাবন্তী চ্যাটার্জি। সম্প্রতি ইনস্টাগ্রামে বেশ কিছু নতুন ছবি শেয়ার করেছেন শ্রাবন্তী। যা মুহূর্তেই ছড়িয়ে পড়েছে; তার আবেদনময়ী লুক রীতিমতো মুগ্ধ করেছে ভক্তদের।

ছবিতে শ্রাবন্তীকে দেখা যাচ্ছে, গোলাপি রঙের লেহেঙ্গায়। খোলা চুল আর হালকা মেকআপে ফুটে উঠেছে স্নিগ্ধতা। ক্যামেরায় দিয়েছেন নানা পোজ।

ছবিগুলো স্বাভাবিকভাবেই নেটিজেনদের মন জয় করেছে। মন্তব্যঘরে ভালোবাসা এবং প্রশংসায় ভরিয়ে দিয়েছেন নায়িকার ভক্তরা। কেউ লিখেছেন, ‘অসাধারণ’, তো কেউ আবার বলেছেন ‘অনেক মিষ্টি’।

ব্যক্তিগত জীবনে অসংখ্যবার আলোচনায় এলেও শ্রাবন্তী তার কাজ আর ভক্তদের ভালোবাসা নিয়েই থাকতে পছন্দ করেন। স্বামীর সঙ্গে বিচ্ছেদের পর নানা ঝড়-ঝাপটা কাটিয়ে নিজের কাজ ও সৌন্দর্যের ঝলক ধরে রেখেছেন কলকাতার তুমুল জনপ্রিয় এ নায়িকা।

আপন দেশ/এমএইচ

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়