Apan Desh | আপন দেশ

কানের রেড কার্পেটে নজর কাড়লেন জাহ্নবী

বিনোদন ডেস্ক

প্রকাশিত: ১৩:২০, ২২ মে ২০২৫

কানের রেড কার্পেটে নজর কাড়লেন জাহ্নবী

বলিউড অভিনেত্রী জাহ্নবী কাপুর

বলিউডের সময়ের আলোচিত অভিনেত্রী জাহ্নবী কাপুর জীবনের অন্যতম বড় মঞ্চে পা রাখলেন। ২০২৫ সালের কান চলচ্চিত্র উৎসবে প্রথমবারের মতো অংশ নিলেন বলিউডের কিংবদন্তি অভিনেত্রী শ্রীদেবী কন্যা। অভিষেকেই কান চলচ্চিত্র উৎসবে যোগ দিয়ে নজর কাড়লেন সবার। 

নিজের অভিনীত ‘হোমবাউন্ড’ সিনেমাটি ‘আন সার্টেন রিগার্ড’ বিভাগে প্রিমিয়ারে অংশ নিতেই জাহ্নবীর এ কানযাত্রা। এ সিনেমায় জাহ্নবী কাপুরের সঙ্গে জুটি বেঁধেছেন ঈশান খট্টর।

কানের রেড কার্পেটে তরুণ তাহিলিয়ানি পোশাক পরেছিলেন এ অভিনেত্রী। যা ছিল একটি গোলাপি রঙের লেহেঙ্গা। ভারতীয় সংস্কৃতিকে তুলে ধরে আধুনিকতার ছোঁয়া ছিল তার পোশাকে। সঙ্গে ছিল পার্লের গয়না। 

তবে ছবিটির অন্যতম আকর্ষণ, বিখ্যাত চলচ্চিত্র নির্মাতা মার্টিন স্করসেসি ছবিটির নির্বাহী প্রযোজক হিসেবে যুক্ত রয়েছেন। প্রযোজক হিসেবে রয়েছেন করণ জোহর, আদর পুনাওয়ালা, অপূর্ব মেহতা ও সোমেন মিশ্র।

‘হোমবাউন্ড’ চলচ্চিত্রটি পরিচালনা করেছেন ‘মাসান’খ্যাত পরিচালক নীরাজ ঘায়ওয়ান। এক দশক পর ফের কানের মঞ্চে ফিরছেন এ নির্মাতা। প্রথমবারের মতো কানে অংশ নেয়ার ব্যাপারে জাহ্নবী বলেন, এ যেন অকথনীয় এক সম্মান। ধন্যবাদ জানাই এক্সিকিউটিভ প্রডিউসার মার্টিন স্করসেসিকে, যিনি হোমবাউন্ডকে একজন প্রকৃত মাস্টারের মতো দিকনির্দেশনা ও অন্তর্দৃষ্টিতে সহায়তা করেছেন।

এদিকে বোনের সিনেমার স্ক্রিনিংয়ে অংশ নিতে খুশি কাপুরও গিয়েছেন কানে। খুশির সঙ্গে দেখা গেছে তার বেস্ট ফ্রেন্ড ওরিকে। তাদের ঝলমলে ছবিও ঘুরছে সামাজিক যোগাযোগমাধ্যমে। ছবিগুলো শেয়ার করেছেন বলিউড নির্মাতা ও প্রযোজক করণ জোহর।

আপন দেশ/জেডআই

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়