Apan Desh | আপন দেশ

বাংলা অ্যাকাডেমির লেখক কর্মশালা-পুস্তক প্রকাশনা উৎসব শুরু

বিনোদন প্রতিবেদক

প্রকাশিত: ২১:১৩, ২০ মে ২০২৫

বাংলা অ্যাকাডেমির লেখক কর্মশালা-পুস্তক প্রকাশনা উৎসব শুরু

ছবি: আপন দেশ

বাংলা অ্যাকাডেমির আয়োজনে শুরু হয়েছে ‘লেখক কর্মশালা ও পুস্তক প্রকাশনা উৎসব ২০২৫’। মঙ্গলবার (২০ মে) বিকেলে অ্যাকাডেমির কবি শামসুর রাহমান সেমিনার কক্ষে এ কর্মসূচির উদ্বোধন করেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সচিব মো. মফিদুর রহমান।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলা অ্যাকাডেমির মহাপরিচালক অধ্যাপক মোহাম্মদ আজম। স্বাগত বক্তৃতা করেন অ্যাকাডেমির সচিব ড. মো. সেলিম রেজা।

উদ্‌বোধনী বক্তব্যে সচিব মো. মফিদুর রহমান বলেন, বিশ্বজুড়ে তরুণ লেখকদের নিয়ে বিভিন্ন প্রশিক্ষণ কর্মসূচি চলে। বাংলাদেশে বাংলা অ্যাকাডেমির এ উদ্যোগ তরুণদের সাহিত্যচর্চায় অনুপ্রাণিত করবে বলে আশা করি।

তিনি আরও বলেন, তরুণরাই আমাদের স্বপ্ন ও সম্ভাবনার প্রতীক। প্রশিক্ষণ দিয়ে লেখক তৈরি করা যায় না- এটা যেমন সত্য তেমনি এটাও সত্য যে এ ধরনের কর্মশালার মাধ্যমে তরুণ লেখকরা তাদের সৃষ্টিকর্মকে সর্বোচ্চ মানসম্মত করতে সহায়তা পেতে পারেন। বর্তমান কর্মশালাটি সফল হলে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় ভবিষ্যতে একে আরও বৃহত্তর রূপ দানে আগ্রহী হবে বলেও জানান সংস্কৃতি মন্ত্রণালয়ের সচিব।

ড. মো. সেলিম রেজা বলেন, বাংলা একাডেমি প্রথমবারের মতো ১৯৯৫ সালে তরুণ লেখকদের জন্য প্রশিক্ষণ প্রকল্প চালু করে। যা নানাভাবে বিবর্তিত হয়ে বিভিন্ন সময়ে চলমান ছিল। বর্তমান কর্মশালাটি পূর্বের যেকোনো প্রকল্প বা কর্মশালার চেয়ে কার্যকর ও  যুগোপযোগী হবে বলে আমরা আশা করি। 

সভাপতির বক্তব্যে অধ্যাপক মোহাম্মদ আজম বলেন, তরুণ লেখকদের অপরিসীম আগ্রহে ও যুক্ততায় বাংলা অ্যাকাডেমির আয়োজনে লেখক কর্মশালাটি প্রাণবন্ত ও কার্যকর হবে। সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় এ কর্মশালা প্রণয়নে যে সমর্থন ও সহায়তা প্রদান করেছে তা নিঃসন্দেহে আমাদের উৎসাহিত করেছে। 

তিনি বলেন, ভবিষ্যতে এ লেখক কর্মশালা আরও বিস্তৃত করতে মন্ত্রণালয়সহ বাংলাদেশের প্রতিশ্রুতিশীল তরুণ লেখকদের আমরা পাশে পাবো বলে ধারণা করি।   

ছয় মাস মেয়াদি লেখক কর্মশালার জন্য মনোনীত লেখকদের বাংলা অ্যাকাডেমির পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জ্ঞাপন করা হয়। তাদের সঙ্গে বাংলা অ্যাকাডেমির চুক্তি স্বাক্ষর হয়।

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়