 
										অভিনেতা টম হল্যান্ড ও অভিনেত্রী জেন্ডেয়া
সম্প্রতি বাগদান সেরেছেন হলিউডের ‘স্পাইডার ম্যান’ খ্যাত অভিনেতা টম হল্যান্ড ও অভিনেত্রী জেন্ডেয়া। যদিও নিজেদের সম্পর্কের বিষয়ে এখন পর্যন্ত মুখ খুলেননি তারা। সূত্রের খবর, ইতিমধ্যে দুই তারকার ঘনিষ্ঠ আত্মীয় ও বন্ধুদের উপস্থিতিতে টম ও জেন্ডেয়ার বাগদান পর্ব সম্পূর্ণ হয়েছে।
টম ও জেনডেয়া অন্য সবার মতোই ক্রিসমাসের সময় যুক্তরাষ্ট্রে পরিবারের সঙ্গে সময় কাটান। তখনই ক্রিসমাস থেকে নিউ ইয়ার ইভের মধ্যে একদিন জেনডেয়াকে মনের কথা জানান টম, বাগদান পর্ব সম্পূর্ণ হয় বলেও খবর। যদিও নিজেদের সম্পর্কের বিষয়টি নিয়ে এখনও পর্যন্ত মুখ খোলেননি হলিউডের দুই তারকা।
অথচ রোববার (০৫ জানুয়ারি) ৮২তম গোল্ডেন গ্লোব অনুষ্ঠানে জেনডিয়ার আঙুলে দেখা গেছে নতুন ঝলমল হিরের আংটি।
এদিন পরনে গাউন, অনামিকায় হিরের আংটি জ্বলজ্বল করা অভিনেত্রীর সে ছবি নেটদুনিয়ায় ভাইরাল হয়েছে। ভক্তদের নজর এড়ায়নি বিষয়টি। আলোচনা শুরু হয়েছে টম ও জেনডেয়ার বাগদান নিয়ে। এরপরেও হলিউডের দুই তারকার পক্ষ থেকে বিষয়টিকে নিশ্চিত করা হয়নি।
২০১৬ সালে স্পাইডারম্যান সিনেমার সেটে প্রথম সাক্ষাৎ টম-জেনডেয়ার। চার বছর পর একটি অনুষ্ঠানে প্রকাশ্যে চুম্বন করতে দেখা যায় তাদের। এরপর থেকেই বিয়ে ও বাগদান নিয়ে খবর ছড়ানো শুরু হয়।
উল্লেখ্য, ক্রিস্টোফার নোলানের আগামী সিনেমা ‘ওডিসি’তে একসঙ্গে দেখা যাবে টম হল্যান্ড এবং জেনডেয়াকে।
আপন দেশ/জেডআই
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।




































