Apan Desh | আপন দেশ

নায়িকা না হওয়ার কারণ খোলাসা করেনি মাহি

বিনোদন ডেস্ক

প্রকাশিত: ১২:৫৫, ১৫ অক্টোবর ২০২৪

নায়িকা না হওয়ার কারণ খোলাসা করেনি মাহি

ফাইল ছবিতে সামিরা খান মাহি

জনপ্রিয় অভিনেত্রী সামিরা খান মাহি। ক্যারিয়ারে বেশ কিছু নাটকে অভিনয় করে দর্শকদের নজর কাড়েন তিনি। সামাজিক নানান কর্মকাণ্ডের সঙ্গেও সম্পৃক্ত এ অভিনেত্রী।

গেল বন্যাকবলিত মানুষকেও সাহায্য করেছেন মাহি। সে অধ্যায় সম্পন্ন করে অবশেষে নিজের কাজের ভুবনে ফিরেছেন। তবে আগের চেয়ে কাজ অনেকটাই কমিয়ে দিয়েছেন তিনি।

কদিন আগে এক গণমাধ্যমে কাজের নানান বিষয় নিয়ে কথা বলেন মাহি। অভিনেত্রী বলেন, ক্যারিয়ারের শুরুতে গড়পরতায় অনেক কাজ করেছি। এখন বেছে বেছে কাজ করছি। গল্প ও মানের দিকে নজর দিচ্ছি। তাই কাজ অনেকটা কম করা হচ্ছে। তাছাড়াও এখন শিল্পীর সংখ্যা অনেক, তাই কাজ ভাগ হয়ে যাচ্ছে।

তিনি আরো বলেন, অনেকেই বলে থাকেন কাজ কম করলে নাকি হারিয়ে যাব। আমি তা বিশ্বাস করি না। এখন সবারই কাজ কম। গত তিন মাসে সেভাবে কাজ হচ্ছে না। আমার কাছেও অনেক কাজের প্রস্তাব এসেছিল, কিন্তু খুব সীমিত কাজ করেছি। কারণ, আর কোনো গৎবাঁধা গল্পে কাজ করতে চাই না।

সিনেমা অভিনয় প্রসঙ্গে মাহি বলেন, সিনেমায় আমিও কাজ করতে চাই, কিন্তু প্রস্তাব আসে না। ভালো প্রস্তাব পেলে কাজ করব। আমি চাই এমন কোনো কাজ দিয়েই শুরু করতে যা মানুষের মনে সাড়া ফেলবে। আমি আসলে নায়িকা হতে চাই না। তবে কোনো হতে চান না সে প্রশ্নের জবাব এড়িয়ে গেছেন মাহি।

অভিনেত্রীর ভাষ্য, শুধুমাত্র সিনেমা করার জন্য নয়, ভালো কাজ করতে চান। যা সারা জীবন মানুষ মনে রাখবে। সিনেমা অঙ্গনে সেই কাজটি নিজের অবস্থান তৈরি করে দেবে অভিনেত্রীকে।

আপন দেশ/এবি

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়