Apan Desh | আপন দেশ

‘এমন ক্যারিয়ার গড়তে হবে যা দুনিয়া-আখেরাতে সফল করবে’

ইবি প্রতিনিধি

প্রকাশিত: ১৬:৪৭, ১১ সেপ্টেম্বর ২০২৫

‘এমন ক্যারিয়ার গড়তে হবে যা দুনিয়া-আখেরাতে সফল করবে’

ছবি: আপন দেশ

ইসলামী ছাত্র আন্দোলন এমন একটি ক্যারিয়ার গড়তে চায় যা তাদের সংসদ পরিচালনায়ও সাহায্য করবে ও কবরেও নাজাত পাওয়ার পথ খুলে দেবে। এ মন্তব্য করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমীর মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম।

তিনি বলেন, তারা শুধু নিজেদের গড়তে চায় না, সমাজকেও গড়তে চায়। তাদের দেখে যেন সবাই বুঝতে পারে, তারা নবীজির সৈনিক। তাদের চেহারা দেখলে যেন আল্লাহর কথা মনে পড়ে। ইসলামী ছাত্র আন্দোলন দুনিয়াতে সর্বোচ্চ স্থানে থাকবে, আর আখেরাতেও সর্বোচ্চ মর্যাদা লাভ করবে, ইনশাআল্লাহ।

বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) সকালে ইসলামী বিশ্ববিদ্যালয়ে এ অনুষ্ঠান হয়। বিশ্ববিদ্যালয়ের বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান মিলনায়তনে এটি আয়োজিত হয়। 'ক্যারিয়ার গাইডলাইন ফর ফ্রেশার্স ২০২৫' নামের এ অনুষ্ঠানে তিনি প্রধান অতিথি ছিলেন। অনুষ্ঠানটি আয়োজন করে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ, ইসলামী বিশ্ববিদ্যালয় শাখা।

আরও পড়ুন>>>জুলাই সনদের ভিত্তিতেই আগামী নির্বাচন হবে: তাহের

শায়েখে চরমোনাই আরও বলেন, আমরাই হুংকার দেব, আবার আমরাই নরম সুরে কথা বলব। আমরাই আল্লাহর কাছে কান্নাকাটি করব ও সেজদায় পড়ে থাকব। আমরাই রুকু দেব, আবার আমরাই কাফেরদের বিরুদ্ধে রুখে দাঁড়াব। মানুষের আকৃতি বা চেহারা আসল পরিচয় নয়। ফেরাউন ও আবু লাহাবের চেহারাও সুন্দর ছিল। মানুষের চাওয়া-পাওয়া ও জ্ঞান আছে। আমাদের বিচারবুদ্ধিও আছে। যে মানুষ তার চাওয়া-পাওয়াকে নিয়ন্ত্রণ করতে পারে, সে ফেরেশতাদের চেয়েও সম্মানিত। আর যে পারে না, সে পশুর চেয়েও খারাপ হয়ে যায়। ইসলামের সব দিকই আমাদের মেনে চলতে হবে।

তিনি বলেন, আমরা মনে করি শুধু ঈমান আনাই যথেষ্ট। কিন্তু এটা ভুল ধারণা। যদি এটাই যথেষ্ট হতো, তাহলে নবীরা এত সাধনা ও ত্যাগ করতেন না। এক জান্নাত থেকে অন্য জান্নাতের পার্থক্য আসমান-জমিনের পার্থক্যের মতো। একজন ভালো ছাত্র শুধু পাশ করার কথা ভাবে না। শুধু পাশ করার চিন্তা করলে ফেল করার সম্ভাবনা থাকে। কিন্তু যদি গোল্ডেন এ প্লাস পাওয়ার চিন্তা করা হয়, তাহলে অন্তত এ প্লাস পাওয়া যাবেই। একইভাবে, আমরা যদি জান্নাতুল ফেরদাউসে যাওয়ার চেষ্টা করি, তবে আল্লাহ চাইলে সেখানে যেতে পারব, নয়তো অন্তত জান্নাতে যেতে পারব, ইনশাআল্লাহ।

শায়েখে চরমোনাই প্রশ্ন করেন, আপনারা ক্যারিয়ার বলতে যা বোঝেন, তা কি পুলসিরাত পার হতে সাহায্য করবে? আমাদের ক্যারিয়ার হবে নবীজির (সা.) আদর্শের মতো। আমাদের আল্লাহর কর্তৃত্ব ও নবীজির (সা.) নেতৃত্ব অনুসরণ করতে হবে। এ ধরনের ক্যারিয়ার আমাদের দুনিয়া ও আখেরাত উভয় স্থানেই ভালো রাখবে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ, ইবি শাখার সভাপতি ইসমাইল হোসেন রাহাত। সাধারণ সম্পাদক সাজ্জাদ সাব্বির অনুষ্ঠানটি সঞ্চালনা করেন। এতে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় সভা ইউসুফ আহমদ মনসুর। বিশেষ অতিথি ছিলেন কুষ্টিয়া ৪ আসনের এমপি পদপ্রার্থী আলহাজ্ব আনোয়ার খান ও ঝিনাইদহ জেলা শাখার উপদেষ্টা আলহাজ্ব মো. নুর আলম বিশ্বাস।

এছাড়াও উপস্থিত ছিলেন কুষ্টিয়া জেলা ইসলামী আন্দোলনের সভাপতি আলহাজ্ব আহম্মদ আলী, ঝিনাইদহ জেলার সভাপতি ডা. এইচ এম মোতাজুল করিম, কেন্দ্রীয় পাবলিক বিশ্ববিদ্যালয় সম্পাদক মো. আশিকুল ইসলাম, ইসলামী ছাত্র আন্দোলনের সাবেক কেন্দ্রীয় সহ-সভাপতি মাও. আহমাদ আব্দুল জলিল, অ্যাসিস্টেন অ্যাটর্নি জেনারেল অ্যাডভোকেট জমারত আলী ও ঢাবি ইংলিশ ল্যাঙ্গুয়েজ ক্লাবের প্রতিষ্ঠাতা মোহাম্মদ হিরা সরকার।

আপন দেশ/এমবি

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়