Apan Desh | আপন দেশ

খুবিতে শিক্ষার্থীদের মানসিক স্বাস্থ্য সচেতনতামূলক সেমিনার 

খুবি প্রতিনিধি

প্রকাশিত: ১৯:৫৯, ২৫ জুলাই ২০২৫

খুবিতে শিক্ষার্থীদের মানসিক স্বাস্থ্য সচেতনতামূলক সেমিনার 

ছবি: আপন দেশ

খুলনা বিশ্ববিদ্যালয়ের আইন ডিসিপ্লিনের উদ্যোগে ‘উচ্চশিক্ষায় মানসিক স্বাস্থ্য: অ্যাকাডেমিক ও ব্যক্তিগত প্রতিকূলতা মোকাবিলা’ শীর্ষক সচেতনতামূলক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২৫ জুলাই) বিকেল ৩টায় বিশ্ববিদ্যালয়ের সাংবাদিক লিয়াকত আলী মিলনায়তনে এ সেমিনার অনুষ্ঠিত হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন উপাচার্য প্রফেসর ড. মো. রেজাউল করিম। এ সময় তিনি বলেন, বিশ্ববিদ্যালয় জীবনে অ্যাকাডেমিক চাপের চেয়েও বড় চাপ হয়ে দাঁড়ায় শিক্ষার্থীদের সামাজিক ও আর্থিক সংকট। এ বহুমাত্রিক চাপে হতাশার সৃষ্টি হয়, যা কখনো কখনো আত্মহত্যার মতো চরম সিদ্ধান্তের দিকে ঠেলে দেয়। মানসিক চাপ থেকে মুক্ত থাকতে হলে নিজেদের মধ্যে পারস্পরিক সম্পর্কোন্নয়ন করতে হবে। সরাসরি আলাপ-আলোচনার সংস্কৃতি গড়ে তুলতে হবে।

আরওপড়ুন<<>>২৭ জুলাই থেকে মাইলস্টোন কলেজে সীমিত পরিসরে ক্লাস শুরু

তিনি আরও বলেন, একাকিত্ব ধীরে ধীরে মানুষকে আত্মকেন্দ্রিক করে তোলে এবং মানসিক সমস্যায় নিমজ্জিত করে। ব্যক্তিগত, পারিবারিক সমস্যা কিংবা আর্থিক অনটনের মতো বিষয়গুলোতে হতাশ না হয়ে বন্ধু, পরিবার বা শিক্ষক-পরামর্শদাতার সঙ্গে আলোচনা করতে হবে। পাশাপাশি ধর্মীয় মূল্যবোধ ও নৈতিক চেতনায় অবিচল থাকা উচিত।

উপাচার্য মানসিক স্বাস্থ্যবিষয়ক এমন গুরুত্বপূর্ণ একটি সেমিনার আয়োজন করায় আইন ডিসিপ্লিনকে আন্তরিক ধন্যবাদ জানান।

সেমিনারে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন আইন স্কুলের ডিন (ভারপ্রাপ্ত) প্রফেসর শেখ মাহমুদুল হাসান ও ছাত্রবিষয়ক পরিচালক প্রফেসর ড. মো. নাজমুস সাদাত। ডিসিপ্লিনের প্রধান প্রফেসর পুনম চক্রবর্ত্তীর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন ডিসিপ্লিনের সহকারী অধ্যাপক এস. এম. হায়াত মাহমুদ।

সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন মানসিক স্বাস্থ্যবিষয়ক প্ল্যাটফর্ম ‘মাইন্ডউইজ’-এর প্রতিষ্ঠাতা ও চিফ সাইকোলজিস্ট ফয়সাল আহমেদ রাফি। উদ্বোধনী অনুষ্ঠানের তিনি মানসিক স্বাস্থ্যের গুরুত্ব ও তা রক্ষায় করণীয় বিষয়ে বিশদ আলোচনা করেন।

অনুষ্ঠান সঞ্চালনা করেন আইন ডিসিপ্লিনের চতুর্থ বর্ষের শিক্ষার্থী জেসিয়া হোসেন জেরিন ও শুভ্রদেব সিং। সেমিনারে আইন ডিসিপ্লিনের শিক্ষক ও বিভিন্ন বর্ষের শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।

আপন দেশ/এমএইচ

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়