
ছবি: আপন দেশ
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) শিক্ষর্থীদের শতভাগ আবাসন নিশ্চিত ও রাকসু নির্বাচনের তফসিল ঘোষণার দাবিতে মানববন্ধন করেছে শিক্ষার্থীরা। এছাড়া নির্বাচনের আচারণ বিধি ও খসড়া ভোটার তালিকা প্রদানেরও দাবি জানানো হয়।
রোববার (১৮ মে) বিশ্ববিদ্যালয়ের প্যারিস রোডে এ মানববন্ধন কর্মসূচি পালন করে শিক্ষার্থীরা।
এ সময় তারা বলেন, প্রতিষ্ঠার ৭২ বছরেও নিশ্চিত হয়নি শিক্ষার্থীদের শতভাগ আবাসন ব্যবস্থা। এছাড়া ২৭ ফেব্রুয়ারি রাকসু নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করা হলেও সে অনুযায়ী কাজ করতে পারেনি বিশ্ববিদ্যালয় প্রশাসন। আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। যতদিন পর্যন্ত রাকসুর খসড়া ভোটার তালিকা প্রকাশ করা না হবে, ততদিন পর্যন্ত আমরা আন্দোলন চালিয়ে যাব।
আরওপড়ুন<<>>রাবিতে অভিযুক্ত শিক্ষক-ছাত্রীর স্থায়ী বহিষ্কার দাবি
মানববন্ধনে বিশ্ববিদ্যালয়ের সাবেক সমন্বয়ক ফাহিম রেজা বলেন, জুলাই আন্দোলনের ৯ দফার অন্যতম একটি প্রতিশ্রুতি হলো ছাত্র সংসদ বাস্তবায়ন। একই সঙ্গে আরেকটি প্রতিশ্রুতি ছিলো- লেজুড়বৃত্তিক ছাত্র রাজনীতির মূল উৎপাটন করা। আমরা মনে করছি, কার্যকর রাকসু গঠনের মাধ্যমে লেজুড়বৃত্তিক ছাত্র রাজনীতিকে বৃদ্ধাঙ্গুলি দেখানো সম্ভব। কিন্তু যারা এ লেজুড়বৃত্তিক ছাত্র রাজনীতি ফিরিয়ে আনতে চায় তারাই এ ছাত্র সংসদ নির্বাচনকে বাধাগ্রস্ত করছে।
তিনি আরও বলেন, বিশ্ববিদ্যালয়ের প্রশাসন রাকসু নিয়ে একটা রোডম্যাপ দিয়েছিলেন। কিন্তু আমরা এখনও তা বাস্তবায়ন হতে দেখিনি। তারা যে নির্বাচন কমিশন গঠন করে দিয়েছিলেন, আমরা মনে করছি সেটা একটা হাটুভাঙ্গা নির্বাচন কমিশন। কারণ তারা কোনো খসড়া ভোটার তালিকা নিশ্চিত করতে পারেনি। তাই অনতিবিলম্বে খসড়া ভোটার তালিকা দিতে হবে। যতোদিন না দেয়া হবে, ততদিন এ আন্দোলন চলমান থাকবে।
এ সময় ইসলামিক স্টাডিজ বিভাগের শিক্ষার্থী মো. তাজুল ইসলাম বলেন, দুঃখের সঙ্গে জানাতে হচ্ছে- রাকসু নির্বাচনের দাবি জানানো হলেও সে বিষয়ে কোনো অগ্রগতি হয়নি। আমাদের সুষ্ঠ ক্যাম্পাসের জন্য রাকসু নির্বাচন ও আবাসিকতা নিশ্চিত করা খুব প্রয়োজন। কিন্তু তার কিছুই করা হয়নি। আমরা দেখেছি, ফ্যাসিবাদের সময় যেসব শিক্ষক-কর্মচারী ছিলো- তারা সেখানেই বহাল থেকে আবার ছাত্রলীগ দোষরদের মাধ্যমে ক্যাম্পাসে বিশৃঙ্খলা সৃষ্টি করতে চাচ্ছে। আমরা স্পষ্ট করে বলতে চাই, যত দ্রুত সম্ভব রাকসু নির্বাচন ও শতভাগ আবাসনের দাবি মেনে নিয়ে কাজ শেষ করবেন।
আপন দেশ/এমএইচ
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।