
ছবি: আপন দেশ
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) রবীন্দ্রনাথ ঠাকুর অ্যাকাডেমিক ভবনে অপত্তিকর অবস্থায় ধরা পড়েন ফাইন্যান্স বিভাগে এক শিক্ষক ও ছাত্রী। তাদের স্থায়ী বহিষ্কারের দাবি জানিয়েছেন ওই বিভাগের শিক্ষার্থীরা।
ফাইন্যান্স বিভাগের অ্যাকাডেমিক কাউন্সিল কর্তৃক গৃহীত সিদ্ধান্তের প্রতি সমর্থন জানিয়ে অভিযুক্ত শিক্ষক হেদায়েতুল্লাহ পাপুল ও শিক্ষার্থী মারিয়া খাতুনের স্থায়ী বহিষ্কারের দাবি জানান তারা।
শনিবার (১৭ মে) এক লিখিত বিবৃতিতে এ তথ্য জানান বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থীরা।
বিবৃতিতে বলা হয়, নারীলোভী শিক্ষক হেদায়েতুল্লাহ পাপুল ও শিক্ষার্থী মারিয়া খাতুনকে আমরা ফাইন্যান্স বিভাগের ২০১৮-১৯ সেশনের (২৩তম ব্যাচ) শিক্ষার্থীরা সর্বাত্মকভাবে বয়কট করছি। তাদের সঙ্গে কোনো প্রকার অ্যাকাডেমিক কার্যক্রমে আমাদের সম্পর্ক থাকবে না। কেউ যদি তাদের পক্ষে অবস্থান নেয় বা তাদের পক্ষ নিয়ে কথা বলে, তার দায়ভার ফাইন্যান্স ২৩তম ব্যাচ বহন করবে না।
আরওপড়ুন<<>>রাবিতে শিক্ষক-ছাত্রীকে জিম্মি করে টাকা নেয়ার অভিযোগ
বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কাছে তাদের দাবি- সুষ্ঠু তদন্তের মাধ্যমে অভিযুক্ত শিক্ষক-ছাত্রীকে বিশ্ববিদ্যালয় থেকে স্থায়ীভাবে বহিষ্কার করতে হবে। এছাড়া ওই ঘটনায় অভিযুক্তদের রক্ষার জন্য যে চাঁদাবাজির ঘটনা ঘটেছে, তা সুষ্ঠুভাবে তদন্ত করে সংশ্লিষ্টদের বিচারের আওতায় আনতে হবে। চাঁদাবাজদের বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কার করতে হবে।
উল্লেখ্য, রোববার (১১ মে) সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের রবীন্দ্রনাথ ঠাকুর অ্যাকাডেমিক ভবনের ৩০৭ নম্বর কক্ষে ফাইন্যান্স বিভাগের শিক্ষক পাপলু ও ছাত্রী মারিয়া আপত্তিকর অবস্থায় শিক্ষার্থীদের হাতে ধরা পড়ে। এমন অভিযোগ এনে বুধবার (১৪ মে) রাতে একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। এ ঘটনাকে কেন্দ্র করে ওই শিক্ষক-শিক্ষার্থীকে জিম্মি করে তাদের কাছ থেকে ৩ লাখ ২ হাজার ৫শ’ টাকা আদায়ের অভিযোগ উঠে দুইজন সাংবাদিক ও দুইজন শিক্ষার্থীর বিরুদ্ধে ।
এরপর শনিবার (১৭ মে) সকালে বিশ্ববিদ্যালয়ের পরিবহন চত্বরে উভয় পক্ষ পাল্টাপাল্টি সংবাদ সম্মেলন করেন। অভিযুক্ত ৪ জন হলেন কালবেলার রাবি প্রতিনিধি সাজ্জাদ হোসেন সজীব, খবরের কাগজের রাবি প্রতিনিধি সিরাজুল ইসলাম সুমন, আইন বিভাগের ২০১৭-১৮ সেশনের শিক্ষার্থী নাজমুস সাকিব, আইবিএ বিভাগের শিক্ষার্থী ও সাবেক সহসমন্বয়ক ও ছাত্র ইউনিয়ন (একাংশের) রাবি শাখার সাধারণ সম্পাদক আতাউল্লাহ। এ বিষয়ে অভিযুক্ত দুই সাংবাদিক চাঁদাবাজির ঘটনা সম্পূর্ণ অস্বীকার করেন।
আপন দেশ/এমএইচ
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।