Apan Desh | আপন দেশ

ডাকসু নির্বাচনের রোডম্যাপ প্রকাশ

নিজস্ব প্রতিবদেক

প্রকাশিত: ১৩:৪৩, ১৫ এপ্রিল ২০২৫

ডাকসু নির্বাচনের রোডম্যাপ প্রকাশ

ফাইল ছবি

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনের রোডম্যাপ প্রকাশ করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। রোডম্যাপ অনুযায়ী, আগামী মে মাসের মাঝামাঝি গঠিত হবে নির্বাচন কমিশন। এরপর বিশ্ববিদ্যালয় প্রশাসনের সহায়তায় ভোটার তালিকা প্রস্তুতের কাজ শুরু করবে কমিশন।

মঙ্গলবার (১৫ এপ্রিল) বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দফতর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

তবে নির্বাচন কমিশন কবে তফসিল ঘোষণা করবে। কবে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে—সে বিষয়ে রোডম্যাপে নির্দিষ্ট কোনো তারিখ উল্লেখ করা হয়নি।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ডাকসু বিশ্ববিদ্যালয় প্রশাসনের একটি গুরুত্বপূর্ণ অংশ। শিক্ষার্থীদের মধ্যেও এ নিয়ে ব্যাপক আগ্রহ রয়েছে। এ কারণেই প্রশাসন আন্তরিকভাবে নির্বাচন আয়োজনের প্রক্রিয়া এগিয়ে নিচ্ছে।

রোডম্যাপে জানানো হয়, ২০২৩ সালের ডিসেম্বর থেকে অংশীজনদের সঙ্গে আলোচনা শুরু করে বিশ্ববিদ্যালয় প্রশাসন। ওই মাসেই ছয়টি সভার পর চূড়ান্ত করা হয় ডাকসুর সংশোধিত গঠনতন্ত্র। যা পরবর্তীতে ছাত্রসংগঠনগুলোর কাছে পাঠানো হয়। বর্তমানে এটি বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেটে অনুমোদনের অপেক্ষায় রয়েছে।

এছাড়া জানুয়ারিতে ‘ডাকসু ইলেকশন কোড অব কনডাক্ট রিভিউ কমিটি’ গঠন করা হয়। কমিটি সাতটি সভা শেষে খসড়া চূড়ান্ত করে। যা এখন সিন্ডিকেট অনুমোদনের অপেক্ষায় রয়েছে।

আপন দেশ/এমবি

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়