সায়েম সোহবান আনভীর। ফাইল ছবি
মানিলন্ডারিং মামলায় দুর্নীতি দমন কমিশনের (দুদক) তলবে সাড়া দেননি বসুন্ধরা ওয়েল অ্যান্ড গ্যাস কোম্পানি লিমিটেড’র ব্যবস্থাপনা পরিচালক সায়েম সোবহান আনভীর। বুধবার (২৯ অক্টোবর) সকাল ১১টায় সংস্থার সেগুনবাগিচার কার্যালয়ে হাজির হয়ে বক্তব্য প্রদানের কথা ছিলো।
গত ২৩ অক্টোবর আনভীরের ‘এবিজি টাওয়ার,প্লট নং- ৪৪০-৪৪২, রোড-১৮,ব্লক-এ, বসুন্ধরা আবাসিক এলাকার ঠিকানায় পাঠানো তলবি নোটিশ দেয়া হয়। তাতে বলা হয়, সাবেক ভূমি মন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী এবং তার স্বার্থ সংশ্লিষ্ট ব্যক্তি ও প্রতিষ্ঠানের বিরুদ্ধে মানিলন্ডারিংয়ের অভিযোগের সুষ্ঠু অনুসন্ধানের স্বার্থে আপনার (সায়েম সোবহান) বক্তব্য শ্রবণ ও গ্রহণ করা একান্ত প্রয়োজন।
আরও পড়ুন<<>> দরিদ্র মজিবুর এখন হাজার কোটির টাকার মহারাজা
উল্লিখিত অভিযোগ বিষয়ে বক্তব্য প্রদানের লক্ষ্যে আগামী ২৯/১০/২০২৫ খ্রি: তারিখ সকাল ১১ টায় দুর্নীতি দমন কমিশন,প্রধান কার্যালয়ে হাজির হয়ে বক্তব্য প্রদানের জন্য অনুরোধ করা হলো।
প্রসঙ্গত: সাইফুজ্জামান চৌধুরী জাবেধের অর্থ পাচার সংক্রান্ত অভিযোগ অনুসন্ধানে দুদক,সিআইডি ও জাতীয় রাজস্ববোর্ডের সমন্বয়ে ৯ সদস্যের যৌথ টাস্কফোর্স গঠন করা হয়েছে। এর নেতৃত্বে রয়েছেন দুদকের উপ-পরিচালক মো: মশিউর রহমান।
এদিকে যৌথ টাস্কফোর্সের একটি সূত্র জানায়, সায়েম সোবহান আনভীর গতকাল বুধবার দুদকে হাজির হননি। তার অফিস থেকে জানানো হয়,আনভীর বর্তমানে বিদেশে অবস্থান করছেন।
আপন দেশ/এবি
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।




































