Apan Desh | আপন দেশ

গাজীপুরে ১৪ প্লাটুন বিজিবি মোতায়েন

গাজীপুর প্রতিনিধি

প্রকাশিত: ১৫:২১, ৩০ জানুয়ারি ২০২৬

গাজীপুরে ১৪ প্লাটুন বিজিবি মোতায়েন

ছবি: আপন দেশ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক ও নিরাপদ রাখতে গাজীপুর জেলার বিভিন্ন উপজেলায় ১৪ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে।

শুক্রবার (৩০ জানুয়ারি) সকাল থেকে তারা টহল কার্যক্রম শুরু করেন।

গাজীপুরের জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ আলম হোসেন জানান, শুক্রবার থেকেই বিজিবি সদস্যদের মাঠে নামানো হয়েছে।

তিনি বলেন, এর অর্থ এই নয় যে কোনো বিশেষ নিরাপত্তা শঙ্কা রয়েছে। নির্বাচন ঘিরে স্বাভাবিক নিরাপত্তা ব্যবস্থার অংশ হিসেবেই এ মোতায়েন। বিজিবি সদস্যরা পুলিশ, র‍্যাবসহ অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বয় করে দায়িত্ব পালন করবেন।

জেলা প্রশাসন সূত্র জানায়, গাজীপুর সদর, টঙ্গী, কালীগঞ্জ, কালিয়াকৈর ও কাপাসিয়াসহ গুরুত্বপূর্ণ ও ঝুঁকিপূর্ণ এলাকাগুলোতে বিজিবির টহল জোরদার করা হয়েছে। তফসিল ঘোষণার পর থেকেই সেনাবাহিনীর সদস্যরা দায়িত্বে রয়েছেন। তাদের সঙ্গে শুক্রবার সকাল থেকে ১৪ প্লাটুন বিজিবি সদস্য জেলা শহরসহ পাঁচটি উপজেলায় টহল দিচ্ছেন।

আরও পড়ুন <<>> বাসের ধাক্কায় নৌসেনা নিহত

নিরাপত্তা জোরদারে গুরুত্বপূর্ণ সড়ক, নির্বাচন অফিস, সংবেদনশীল কেন্দ্রের আশপাশ এবং জনসমাগমপূর্ণ এলাকায় নিয়মিত টহল ও চেকপোস্ট পরিচালনা করা হবে। পরিস্থিতি অনুযায়ী প্রয়োজনে অতিরিক্ত বাহিনী মোতায়েনেরও প্রস্তুতি রয়েছে। নির্বাচন শেষ না হওয়া পর্যন্ত সাধারণ ভোটারদের নিরাপত্তা নিশ্চিত করা এবং যেকোনো ধরনের নাশকতা প্রতিরোধে এ কার্যক্রম অব্যাহত থাকবে।

গাজীপুরের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সালমা খাতুন বলেন, অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন আয়োজনের লক্ষ্যে জেলা প্রশাসনের পক্ষ থেকে সর্বোচ্চ প্রস্তুতি নেয়া হয়েছে। এর অংশ হিসেবেই শুক্রবার সকাল থেকে ১৪ প্লাটুন বিজিবি সদস্য মোতায়েন করা হয়েছে।

আপন দেশ/এসএস

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়