প্রতীকী ছবি
ভোলার বোরহানউদ্দিনে বিএনপি ও জামায়াতে ইসলামীর কর্মী-সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের অন্তত ছয়জন আহত হয়েছেন।
রোববার (২৫ জানুয়ারি) সন্ধ্যায় উপজেলার বোরহানগঞ্জ বাজার এলাকায় এ সংঘর্ষ হয়।
স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, পক্ষিয়া ইউনিয়ন জামায়াতে ইসলামীর আমির হারুন অর রশিদের নেতৃত্বে বোরহানগঞ্জ বাজারে একটি মিছিল বের করা হয়। মিছিলে ভোলা-২ আসনের জামায়াত প্রার্থী মো. ফজলুল করিমের দাঁড়িপাল্লা প্রতীক ও ‘হ্যাঁ’ ভোটের পক্ষে স্লোগান দেয়া হচ্ছিল।
মিছিলের পেছনে থাকা জামায়াতের কয়েকজন কর্মীর সঙ্গে ইউনিয়ন ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক শাকিলের বাকবিতণ্ডা হয়। একপর্যায়ে হাতাহাতি শুরু হলে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ ছড়িয়ে পড়ে। এতে উভয় পক্ষের অন্তত ছয়জন আহত হন।
পরে পুলিশ ও নৌবাহিনী ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
পক্ষিয়া ইউনিয়ন জামায়াতের আমির হারুন অর রশিদ অভিযোগ করেন, মিছিলের সময় বিষয়টি মীমাংসার চেষ্টা চলছিল। এ সময় বিএনপির পক্ষিয়া ইউনিয়ন সাধারণ সম্পাদক জসিম মাতাব্বরের উসকানিতে তাদের ওপর হামলা করা হয়। এতে তাদের তিনজন আহত হন।
আরও পড়ুন <<>> কেশবপুরে ধানের শীষ প্রতীকের নির্বাচনী জনসভা অনুষ্ঠিত
অন্যদিকে বিএনপির পক্ষিয়া ইউনিয়ন সাধারণ সম্পাদক জসিম মাতাব্বর বলেন, জামায়াতের মিছিল থেকে ছাত্রদল নেতা শাকিল হাওলাদারকে লক্ষ্য করে উসকানিমূলক কথা বলা হয়। প্রতিবাদ করতে গেলে জামায়াত নেতাকর্মীরা তাকে মারধর করেন। পরে খবর পেয়ে তিনি ঘটনাস্থলে গেলে তাকেসহ বিএনপি ও অঙ্গসংগঠনের অন্তত ছয়জন আহত হন।
বোরহানউদ্দিন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান জানান, খবর পেয়ে পুলিশ ও নৌবাহিনী দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি স্বাভাবিক করে। বর্তমানে এলাকায় শান্তি বিরাজ করছে। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
আপন দেশ/এসএস
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।




































