ছবি: আপন দেশ
ভোলা-২ (দৌলতখান–বোরহানউদ্দিন) আসনে জোটের বৃহত্তর রাজনৈতিক স্বার্থ, ঐক্য ও সৌহার্দ্য বজায় রাখার লক্ষ্যে বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী মাওলানা মুফতি ফজলুল করিমকে সমর্থনের ঘোষণা দিয়েছে এলডিপি।
রোববার (২৫ জানুয়ারি) বিকেল ৩টা ৩০ মিনিটে ভোলায় অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে আনুষ্ঠানিকভাবে এ ঘোষণা দেয়া হয়। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন ভোলা জেলা এলডিপির সভাপতি মো. বশির আহমেদ।
লিখিত বক্তব্যে জানানো হয়, ভোলা-২ আসনে ১১ দলীয় জোটের মনোনীত প্রার্থী মোকফার উদ্দিন চৌধুরী জোটের ঐক্য, সৌহার্দ্য ও বৃহত্তর রাজনৈতিক স্বার্থ বিবেচনায় স্বেচ্ছায় নির্বাচন থেকে সরে দাঁড়িয়ে জামায়াতের প্রার্থী মাওলানা মুফতি ফজলুল করিমকে সমর্থন দেয়ার সিদ্ধান্ত গ্রহণ করেছেন।
আরও পড়ুন<<>>বিজিবির অভিযানে ভারতীয় মালামাল জব্দ
বক্তব্যে আরও বলা হয়, মাওলানা মুফতি ফজলুল করিম দীর্ঘদিন ধরে নিষ্ঠা, সততা ও ত্যাগের সঙ্গে রাজনৈতিক ও সামাজিক কর্মকাণ্ড পরিচালনা করে আসছেন। জনগণের প্রতি তার দায়বদ্ধতা ও নিরলস শ্রমের প্রতি সম্মান জানিয়েই এ সিদ্ধান্ত নেয়া হয়েছে।
সংবাদ সম্মেলনে মোকফার উদ্দিন চৌধুরী মাওলানা মুফতি ফজলুল করিমের মরহুমা মাতার ইন্তেকালে শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান এবং মরহুমার রুহের মাগফিরাত কামনা করেন।
তিনি বলেন, রাজনীতির মূল শক্তি হলো ঐক্য ও পারস্পরিক সম্মান। ব্যক্তিগত প্রাপ্তির চেয়ে জোটের বৃহত্তর স্বার্থই আমাদের কাছে সর্বাধিক গুরুত্বপূর্ণ।
১১ দলীয় জোটের নেতৃবৃন্দ মোকফার উদ্দিন চৌধুরীর এ সিদ্ধান্তকে রাজনৈতিক ত্যাগ, দায়িত্ববোধ ও সৌজন্যের এক উজ্জ্বল দৃষ্টান্ত হিসেবে উল্লেখ করেন।
আপন দেশ/এসআর
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।




































