ছবি : আপন দেশ
পঞ্চগড় সীমান্তে অভিযান চালিয়ে বিভিন্ন ধরণের ভারতীয় চোরাচালানকৃত মালামাল জব্দ করেছে নীলফামারী ব্যাটালিয়ন (৫৬ বিজিবি)। রোববার (২৫ জানুযারী) সকাল ১১টার দিকে এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে ৫৬ বিজিবি।
এরআগে, শনিবার (২৪ জানুয়ারি) বিকেলে সদর উপজেলার চাকলাহাট ইউনিয়নের ছিটমহল এলাকা থেকে এসব মালামাল উদ্ধার করা হয়।
বিজিবি সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে ৫৬ বিজিবির অধিনায়ক লে. কর্নেল আসাদুজ্জামান হাকীম-এর নির্দেশনায় শিংরোড বিওপির একটি নিয়মিত টহল দল এই অভিযান পরিচালনা করে।
আরও পড়ুন<<>>উত্তরে কমেছে শীত, বাড়ছে তাপমাত্রা
শিংরোড বিওপির নায়েক সাগর আলীর নেতৃত্বে সদর উপজেলার চাকলাহাট ইউনিয়নের সীমান্ত পিলার ৭৬৭/২-এস হতে প্রায় ১২০ গজ বাংলাদেশের অভ্যন্তরে ছিটমহল নামক স্থানে তল্লাশি চালানো হয়।
এ সময় মালিকবিহীন অবস্থায় ভারতীয় SAFEX NAAG ৫০০ মি.লি., REEVA 2.5 ৫০০ মি.লি., গোল্ড জিরা ২ প্যাকেট, চেরিফল ৫ প্যাকেট, ০৮ কেজি কমলা, ৬ কেজি পেঁয়াজ এবং একটি পুরাতন বাই-সাইকেল জব্দ করা হয়। জব্দকৃত মালামালের মোট বাজার মূল্য ১৪ হাজার ৬১০ টাকা।
৫৬ বিজিবির পক্ষ থেকে জানানো হয়েছে, সদর দফতর বিজিবির নির্দেশনা অনুযায়ী সীমান্তে চোরাচালান ও মাদক প্রতিরোধে তাদের গোয়েন্দা তৎপরতা ও আভিযানিক কার্যক্রম অব্যাহত রয়েছে। সীমান্ত সুরক্ষায় ৫৬ বিজিবি কঠোর নজরদারি নিশ্চিতের পাশাপাশি যেকোনো ধরণের অবৈধ অনুপ্রবেশ ও চোরাচালান বন্ধে সদা প্রস্তুত। জনস্বার্থে বিজিবির এমন অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
আপন দেশ/জেডআই
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।




































